ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জার্মানিকে রুখে দিল ডেনমার্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ৩ জুন ২০২১

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে রুখে দিয়েছে ডেনমার্ক। দুই দলের প্রস্তুতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নামার আগে হোঁচট খেল ইওয়াখিম লুভের দলটি।

গোল দুটি হয়েছে বিরতির পর। ফ্লোরিয়ান নেহাস জার্মানিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন ইউসুফ পোলসেন। দুই বছর পর মাঠে নামেন টমাস মুলার ও মাটস হুমেলস।

প্রথমার্ধে তেমন একটা সুবিধা করতে পারেনি ডেনমার্ক। তবে ম্যাচের ৪৪তম মিনিটে সের্গে জিনাব্রির শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে অপেক্ষা শেষ হয় জার্মানির। রবিন গোজেন্সের ক্রস গোলমুখে বাড়ান মুলার। ভিড়ের মধ্যে ঠিকমত শট নিতে পারেননি জসুয়া কিমিচ। সেই বল পেয়ে কাছ থেকে সহজেই লক্ষ্যভেদ করেন নেহাস।

পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে উঠে ডেনমার্ক। ম্যাচের ৭১তম মিনিটে সমতায় ফেরে তারা। ক্রিস্তিয়ান এরিকসেনের অসাধারণ পাস পেয়ে ঠাণ্ডা মাথায় নিচু শটে মানুয়েল নয়ারকে পরাস্ত করেন পোলসেন। ম্যাচে এই একটি শটই লক্ষ্যে রাখতে পারে তারা।

ম্যাচের শেষ দিকে চেষ্টা চালিয়েও জালের দেখা পায়নি কোনো দলই।

ইউরো অভিযানে আগামী ১৫ জুন ফ্রান্সের বিপক্ষে নিজেদের মাঠে নামবে জার্মানি। এর আগে আগামী সোমবার লাটভিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি