ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

দলে পরিবর্তনের ইঙ্গিত কোহলির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ২৬ জুন ২০২১

নিউজিল্যান্ডের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে শিরোপা জয় করা হয়নি  ভারতের। ফাইনালে দলের পারফরমেন্সে খুশি হতে পারেননি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ফাইনাল হেরে যাওয়ায় টেস্ট দলে পরিবর্তনের ইঙ্গিত দিলেন কোহলি।

আগামী ৪ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ঐ সিরিজের জন্য এখন থেকে দল নিয়ে ভাবতে শুরু করেছেন কোহলি। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা মাথায় রেখে, দলে পরিবর্তন চান তিনি।

কোহলি বলেন, ‘সামনে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ঐ সিরিজের জন্য আমাদের এখন থেকেই তৈরি হতে হবে। দলকে শক্তিশালী করতে আমাদের আরও পর্যালোচনা করতে হবে এবং কি কি দরকার তা দ্রুত ঠিক করতে হবে। দলের সে সব ব্যাটসম্যানদেরই  প্রাধান্য দেয়া হবে, যাদের টেস্ট খেলার ‘সঠিক মানসিকতা’ রয়েছে।’

শুধুমাত্র ইংল্যান্ড সিরিজই নয়, ভবিষ্যতের কথা চিন্তা করে দলকে আরও শক্তিশালী করতে চান কোহলি। নিউজিল্যান্ডের কাছে হারে নতুনভাবে দলকে সাজাতে চান তিনি, ‘দ্রুতই নতুনভাবে দলকে সাজাতে চাই। এজন্য এক বছর অপেক্ষা করতে রাজি নই আমি। দ্রুত কোনও পরিকল্পনা ছকে ফেলতে হবে। যদি আমাদের সাদা বলের দল দেখেন, সেখানে অনেক গভীরতা রয়েছে এবং প্রত্যেকে যথেষ্ট আত্মবিশ্বাসী। টেস্ট ক্রিকেটেও সেটাই করতে হবে।’

ফাইনালে নিউজিল্যান্ডের বোলারদের সুইং এবং বাউন্সের সামনে আত্মসমর্পণ করে ভারতীয় ব্যাটসম্যানরা। কোহলিও ব্যর্থ হন। তাই ব্যাটসম্যানদের দায়িত্ব নেয়ার কথা বললেন তিনি, ‘আমাদের ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। সঠিক মানসিকতা রয়েছে এমন ক্রিকেটারদের সুযোগ দিতে হবে এই দলে। রান করার ব্যাপারে আরও মনোযোগ দিতে হবে আমাদের। মুহূর্তগুলো কাজে লাগাতে হবে। সহজেই হাল ছাড়া যাবে না।’
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি