ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কোয়ার্টারে কাল আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ৩ জুলাই ২০২১ | আপডেট: ১৬:২০, ৩ জুলাই ২০২১

চলতি কোপা আমেরিকার শেষ চারে জায়গা করে নিতে ইকুয়েডরকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফেভারিট আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল রোববার সকাল ৭টায়। গোইয়ানিয়ার পেদ্রো লুডোভিকো অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি সিক্স ও সনি টেন-২। আর অনলাইনে দেখা যাবে বেস্ট বায়োস্কোপের ওয়েবসাইটে।

‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিয়েই শেষ আটে উঠে এসেছে লিওনেল মেসির দল। আর তাদের প্রতিপক্ষ ইকুয়েডরের অবস্থান ছিল ‘বি’ গ্রুপের চতুর্থ অবস্থানে। শক্তিশালী ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করার মাধ্যমে শেষ আটের জায়গা খুঁজে পায় ইকুয়েডর।

‘এ’ গ্রুপের প্রত্যাশিত দল হিসেবে চার ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে শেষ আটে নাম লেখায় আর্জেন্টিনা। শুরুতে তাদেরকে কিছুটা খোলস বন্দী মনে হয়েছিল। ১-১ গোলে ড্র করে চিলির সঙ্গে। লিওনেল মেসির গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনার লাগাম টেনে ধরেন চিলিয়ান তারকা এডুয়ার্ডো ভার্গাস। গোলটি পরিশোধ করে তিনি সমতায় ফিরিয়ে আনেন চিলিকে।

তবে এরপর বেশ দ্রুতই ঘুরে দাঁড়ায় লিওনেল স্কালোনির শিষ্যরা। ফিরে আসে জয়ের ধারায়। গুইডো রড্রিগেজের গোলে উরুগুয়েকে ১-০ গোলে হারানোর পর প্যারাগুয়েকেও একই ব্যবধানে হারিয়ে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে আর্জেন্টিনা। দ্বিতীয় জয়ে দলের পক্ষে গোল করেন আলেসান্দ্রো গোমেজ।

‘এ’ গ্রুপ থেকে নিজেদের শেষ ম্যাচে অধিনায়ক মেসির জোড়া গোলে ভর করে বলিভিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারায় লা আলবিসেলেস্তেরা। কোয়ার্টার ফাইনালেও ইকুয়েডরের বিপক্ষে জয়ের ধারাবাহিকতায় ধরে রাখতে চায় আর্জেন্টিনা।

স্বল্প পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ইকুয়েডর গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই ১-০ গোলে হেরে যায় কলম্বিয়ার কাছে। তবে এরপর টানা তিন ম্যাচেই ড্র করেছে দলটি। ভেনেজুয়েলার সঙ্গে পরের ম্যাচে ২-২ গোলে ড্র করার পর তৃতীয় ম্যাচেও একই ব্যবধানে পেরুর বিপক্ষে ড্র করে ইকুয়েডর। আর শেষের ম্যাচে নেইমার ও শীর্ষ তারকা বিহীন ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে শেষ আটে আসে ইকুয়েডর।

এডার মিলিতাও’র গোলে ৩৭ মিনিটে এগিয়ে যাওয়া ব্রাজিলের বিপক্ষে দলটি সমতায় ফেরে দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে ইকুয়েডরের পক্ষে সমতা সূচক গোলটি করেন এ্যাঞ্জেল মিনা। ফলে কোনও ম্যাচে জয় না নিয়েও কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ইকুয়েডর।

এদিকে, সেমিতে যাওয়ার লড়াইয়ের এ ম্যাচেও আর্জেন্টিনার নেতৃত্ব দিবেন লিওনেল মেসি। এবারের আসরে সর্বাধিক তিনটি গোল করার পাশাপাশি ক্ষুদে জাদুকর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি গোল। ইতোমধ্যে নিজের আন্তর্জাতিক গোলের সংগ্রহশালায় ৭৫ গোল যুক্ত করেছেন রেকর্ড ৬ বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী এই আর্জেন্টাইন সুপারস্টার। তাকে যথার্থ সঙ্গ দিতে শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে সার্জিও এগুয়েরোকে। আগের দুই ম্যাচে ধারাবহিকভাবেই একাদশে স্থান পেয়েছেন ম্যানচেস্টার সিটি থেকে সদ্য বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া এই স্ট্রাইকার।

ম্যাচটিতে তাদের সঙ্গ দিতে থাকতে পারেন আক্রমণভাগের অপর দুই সৈনিক আলেসান্দ্রো গোমেজ ও লাওতারো মার্টিনেজ। বলিভিয়ার বিপক্ষে জয় পাওয়া ম্যাচে গোল করেছিলেন দুই জনই।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি