ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

আজ দেশে ফিরছেন মুমিনুল-সাদমানরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ১৩ জুলাই ২০২১

জিম্বাবুয়ে সফরে শুধু টেস্ট দলে থাকা বাংলাদেশের ক্রিকেটাররা আজ দেশে ফিরছেন। এই দলে আছেন অধিনায়ক মুমিনুল হক সহ ছয় ক্রিকেটার। হারারে টেস্ট জয়ের স্বস্তি নিয়ে মঙ্গলবার ঢাকায় পা রাখার কথা তাদের।

দেশের পথে ছয় টেস্ট ক্রিকেটাররা হলেন- অধিনায়ক মুমিনুল হক, ব্যাটসম্যান সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরি ও অফ স্পিনার নাঈম হাসান।

এছাড়াও শুধু টেস্ট দলে ছিলেন দুই পেসার আবু জায়েদ চৌধুরি ও ইবাদত হোসেন চৌধুরি। তবে তাদেরকে জিম্বাবুয়েতে রেখে দেওয়া হয়েছে। নেট বোলিংয়ে ওয়ানডে দলের প্রস্তুতিতে সহায়তা করবেন তারা।

প্রসঙ্গত, হারারে টেস্টে সবচেয়ে বড় ব্যবধানের জয় পেয়েছে বাংলাদেশ দল। প্রথম দিনের ব্যাটিং বিপর্যয়ে পর ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেয় ২২০ রানে। টাইগারদের ১২৪ টেস্টের মধ্যে  এটি ১৫তম জয়। 

প্রথম ইনিংসে মাহমুদউল্লার অপরাজিত ১৫০ রান, লিটন দাসের ৯৫, তাসকিন আহমেদের ৭৫ এবং মুমিনুলের ৭০ রান ছিল উল্লেখযোগ্য। অপরদিকে সাদমান প্রথম ইনিংসে ২৩ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে করেন অপরাজিত ১১৫। শান্তও প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে খেলেন ১১৭ রানের অপরাজিত ইনিংস। এদিকে জিম্বাবুয়ের ইনিংসে ধস নামান মেহেদী মিরাজ। দুই ইনিংসে নেন ৯ উইকেট।

ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের যারা টেস্ট দলে ছিলেন না, তারা এর মধ্যেই জিম্বাবুয়ে গিয়ে অনুশীলন শুরু করেছেন।

ওয়ানডে দলের বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টির স্কোয়াড
মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি