ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৮, ২ আগস্ট ২০২১ | আপডেট: ০৭:৪৯, ২ আগস্ট ২০২১

বাংলাদেশ দল

বাংলাদেশ দল

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। রোববার (১ আগস্ট) রাতে ১৭ জনের এই স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ অনুশীলন করে আগামীকাল মুখোমুখি হবে দুই দল।

জিম্বাবুয়ে সফর শেষ করে যারা দেশে ফিরেছেন তারা সবাই-ই আছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত এই স্কোয়াডে। বিষয়টি অবশ্য স্পষ্ট ছিল দল ঘোষণার আগেই। জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে কোয়ারেন্টাইন শুরু করে ১৭ জনের এই দল। কোয়ারেন্টাইন শেষে একদিন আনুষ্ঠানিক অনুশীলনের পর ঘোষণা করা হলো দল।

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগামীকাল ৩ আগস্ট থেকে। সিরিজের বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

তবে গত কয়েকদিন ধরে আবহাওয়ার যে অবস্থা, তাতে করে সিরিজের সবকটি ম্যাচ স্বাচ্ছন্দ্যের সাথে সম্পন্ন হবে কিনা- তা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

একনজরে বাংলাদেশের স্কোয়াড
সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (কিপার), আফিফ হোসাইন ধ্রুব, শামীম হোসাইন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসাইন সৈকত ও রুবেল হোসাইন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি