ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

হেডিংলিতে নামার আগে ব্রিটিশ শিবিরে দুঃসংবাদ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ২৪ আগস্ট ২০২১ | আপডেট: ১১:০৩, ২৪ আগস্ট ২০২১

মাঠের বাইরে শোল্ডার ইনজুরিতে পড়া মার্ক উড

মাঠের বাইরে শোল্ডার ইনজুরিতে পড়া মার্ক উড

বুধবার (২৫ অগস্ট) থেকে হেডিংলিতে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচটি। তবে বাইশ গজে বল গড়ানোর আগেই দুঃসংবাদ হানা দিল ব্রিটিশ শিবিরে। কাঁধের চোটের কারণ ছিটকে গেলেন ইংলিশ পেসার মার্ক উড। 

সিরিজে ইতিমধ্যেই ১-০ এগিয়ে রয়েছে ভারত। বুধবার থেকে হেডিংলেতে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ। আগেই চোটের কারণে স্টুয়ার্ট ব্রড, জোফ্রা আর্চার, ক্রিস ওকসের মতো ক্রিকেটাররা চোটের কারণে ছিটকে গেছেন, এবার সেই তালিকায় নাম লেখালেন মার্ক উড। বেন স্টোকসও সরে গিয়েছেন, এমন অবস্থায় মার্ক উডের চোটের খবর সত্যিই চাপে ফেলেছে ইংল্যান্ড দলকে।

লর্ডস টেস্ট চলাকালীনই কাঁধে চোট পেয়েছিলেন উড। তখন থেকেই শোনা যাচ্ছিল তৃতীয় টেস্টে হয়তো না-ও দেখা যেতে পারে তাকে। অবশেষে সেই আশঙ্কাই সঠিক প্রমাণ হলো। শেষ পর্যন্ত হেডিংলেতে উডকে ছাড়াই খেলতে নামবে ইংল্যান্ড, সোমবার (২৩ আগস্ট) নিজেদের এমন সিদ্ধান্তই জানিয়ে দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড- ইসিবি।

ইংলিশ ক্রিকেট সংস্থার তরফ থেকে আরও বলা হয়েছে, আপাতাত ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মেডক্যাল টিমের তত্বাবধানেই থাকবেন মার্ক উড। সেখানেই তার চিকিৎসা চলবে। যে কারণে তৃতীয় টেস্টে পাওয়া যাবেনা মার্ককে। 

লর্ডস টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন মার্ক উড। তারপর থেকেই সমস্যায় ছিলেন তিনি। অবশেষে তাকে বাদ দেয়ার সিদ্ধান্তে সিলমোহর দিলো ইসিবি।

সেক্ষেত্রে ভারতের বিপক্ষেই টেস্টে অভিষেক হয়ে যেতে পারে তরুণ পেসার সাকিব মাহমুদের। ফিরতে পারেন ৪ টেস্ট খেলা ২৭ বছর বয়সী পেসার ক্রেইগ ওভারটনও। জেমস অ্যান্ডারসন, ওলিয়ে রবিনসন ও স্যাম কারানের সঙ্গী হবেন ওই দুজনের যে কোনও একজন। এমনটাই আভাস মিলেছে ইসিবির তরফ থেকে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি