ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ছ’য়ে ওঠার হাতছানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ৩ সেপ্টেম্বর ২০২১

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

নিউজিল্যান্ডকে প্রথম ম্যাচে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ইতোমধ্যেই উন্নতি করেছে বাংলাদেশ। এবার আরও এক ধাপ এগোনোর সুযোগ রয়েছে রিয়াদ বাহিনীর সামনে। দ্বিতীয় ম্যাচ জিতলেই রেটিং বেড়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলবে টাইগাররা। সেই লক্ষ্যে আজ টসে জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

বলা যায় একবারে তলানিতেই ছিল বাংলাদেশ, তবে অস্ট্রেলিয়া সিরিজ থেকেই টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোচ্ছে টাইগাররা। অজি সিরিজের পর এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথমটি জিতেই এক লাফে তিন ধাপ এগিয়ে সাতে উঠে এসেছে দলটি। এবার আরও সামনে যাওয়ার হাতছানি টাইগারদের।

কিউইদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি জিতলেই ৩ রেটিং বাড়বে বাংলাদেশের। আর তাতেই অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ছয়ে উঠবে মাহমুদউল্লাহরা। বর্তমানে র‍্যাঙ্কিংয়ের ছয়ে রয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে বাংলাদেশের রেটিং ২৩৮। ফলে অজিদের থেকে এক রেটিং বেশি নিয়ে ছয়ে ওঠার সুযোগ রয়েছে। পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের অবস্থানের কোনো পরিবর্তন না হলেও তিন রেটিং কমবে নিউজিল্যান্ডের।

তবে নিউজিল্যান্ডের কাছে হারলেও সাতেই থাকবে বাংলাদেশ। সেক্ষেত্রে দুই রেটিং কমবে টাইগারদের। বর্তমান ২৩৬ রেটিং নিয়ে আটে রয়েছে আফগানিস্তান। দুই দলের সমান রেটিং হলেও ডেসিমাল পয়েন্টে এগিয়ে থাকায় বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ের সাতেই থাকবে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলে পাকিস্তানের সমান রেটিং (২৬১) নিয়ে চারেই থাকবে নিউজিল্যান্ড।

এদিকে র‍্যাঙ্কিংয়ে পাঁচে উঠার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তবে সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে ৫-০ তে হোয়াইটওয়াশ করতে পারলেই পাঁচে উঠবে টাইগাররা। বাংলাদেশ পাঁচে উঠলে ছয়ে নেমে যাবে দক্ষিণ আফ্রিকা।

উল্লেখ্য, সিরিজের প্রথমটিতে সফরকারীদের সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে আজ মাঠে নামছে দুই দল। অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে বাংলাদেশ, তবে দলে দুটি পরিবর্তন এনেছে সফরকারীরা। অভিষেক হচ্ছে বেন সিয়ার্সের এবং দলে ফিরছেন হামিশ বেনেট। সেক্ষেত্রে বাদ পড়েছেন ব্লেয়ার টিকনার ও জ্যাকব ডাফি।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়ং, কলিন ডি গ্রান্ডহোম, টম লাথাম (উইকেটরক্ষক ও অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাককঞ্চি, ডগ ব্রেসওয়েল, আজাজ প্যাটেল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি