ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

পাকিস্তানের বাংলাদেশ সফরের সূচি ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০১, ১৪ সেপ্টেম্বর ২০২১

তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে ছয় বছর পর বাংলাদেশে আসছে পাকিস্তান জাতীয় দল। চূড়ান্ত করা হয়েছে এ সফরের সূচিও। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দ্বিপাক্ষিক সিরিজটির চূড়ান্ত সূচি ঘোষণা করে বিসিবি।

ওয়ানডে ম্যাচ খেলার কথা থাকলেও ঘোষিত সূচি অনুযায়ী, স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে এশিয়ার পরাশক্তি দলটি। বিশ্বকাপ শেষ করেই বাংলাদেশে আসবে বাবর আজমের দল। আগামী ১৯ নভেম্বর মাঠে গড়াবে দুই দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২২ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচের ভেন্যুই ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। চট্টগ্রাম টেস্ট শেষে দুই দল আবারও ঢাকায় ফিরবে। ৪ ডিসেম্বর মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।

প্রসঙ্গত, টেস্ট সিরিজের দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের অন্তর্ভুক্ত হবে। এই সিরিজ দিয়েই এবারের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে বাংলাদেশ দল।

২০১৬ সালে এসেছিল এশিয়া কাপ খেলতে সর্বশেষ বাংলাদেশে এসেছিল পাকিস্তান জাতীয় দল। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছিল তারও আগে, ২০১৫ সালে।

একনজরে পাকিস্তান জাতীয় দলের বাংলাদেশ সফরের সূচি-

টি-টোয়েন্টি সিরিজ 
১৯ নভেম্বর — ১ম টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২০ নভেম্বর — ২য় টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২২ নভেম্বর — ৩য় টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

টেস্ট সিরিজ 
২৬-৩০ নভেম্বর — ১ম টেস্ট — জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
৪-৮ ডিসেম্বর — ২য় টেস্ট — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি