ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

আনুষ্ঠানিক বিদায় নিতে চান ধোনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ৭ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ বিদায় নেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাই এই ক্রিকেটারকে মাঠ থেকে বিদায় দিতে পারেনি ভক্তরা। তবে ভক্তদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিতে চান ধোনি নিজেও। ভক্তদের এ সুযোগটি দিতে রাজি তিনি।

চলমান আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছেন চেন্নাই অধিনায়ক ধোনি। সেখানে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাকে আনুষ্ঠানিক বিদায় জানানোর বিষয়ে এটা বলতে পারি যে, সেই সুযোগ এখনও রয়েছে। আমি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছি। তাই আমাকে এখনও বিদায় জানানোর সুযোগ আছে। আশা করি, আগামী মৌসুমও চেন্নাইতে খেলবো। আমার শেষ ম্যাচ সেখানে খেলতেই পারি। দর্শকের সাথে দেখাও হতে পারে।’

আগামী মৌসুমেও চেন্নাইয়ের হয়ে আইপিএলে খেলবেন ধোনি। হয়তো ওই আসরেই সবধরনের ক্রিকেট থেকে অবসর নিবেন তিনি। তবে ক্রিকেট ছাড়ার পরও এর সাথে জড়িত থাকবেন বলে জানান ভারতের সাবেক অধিনায়ক। তবে ভবিষ্যতে বলিউডে দেখা যাবে না তাকে। 

ধোনি বলেন, ‘বলিউড আমার জায়গা নয়। বিজ্ঞাপনে অভিনয় ঠিক আছে, কিন্তু সিনেমা আমার জায়গা নয়। অভিনেতারাই সেটা করুক। আমি ক্রিকেট নিয়েই থাকবো।’

গত বছর ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছিলেন ধোনি। তিনি বলেন, ‘আমার জন্য ১৫ আগস্টের চেয়ে ভাল দিন হতেই পারে না।’

আইপিএলের এ মৌসুমে ১৩ ম্যাচের ৯ ইনিংসে মাত্র ৮৪ রান করেন ধোনি। গড় ১৪, সর্বোচ্চ রান ১৮। তবে স্ট্রাইক রেট ৯৭ দশমিক ৬৭।
 
গেল মৌসুমেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ধোনি। ওই আসরে তার দলও চরম ব্যর্থ হয়। তবে এবারের আসরে দাপটের সাথে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি