ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এটিপি শীর্ষ ১০ র‌্যাঙ্কিংয়ে ইয়ানিক সিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ২ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০’র মধ্যে প্রথমবারের মত জায়গা করে নিয়েছেন ইতালির ২০ বছর বয়সী তরুন ইয়ানিক সিনার। দুই ধাপ উন্নতি করে সিনার বর্তমানে র‌্যাঙ্কিংয়ের নবম স্থানে রয়েছেন।

চলতি সপ্তাহে প্যারিস মাস্টার্সে দারুন পারফর্ম করা সিনার এখন মৌসুমের শেষ মাস্টার্স টুর্ণামেন্টে খেলার আশা করছেন। উইম্বলডন ফাইনালিস্ট মাত্তেও বেরাত্তিনির সাথে দ্বিতীয় ইতালিয়ান হিসেবে তিনি সাম্প্রতিক র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০’এ জায়গা করে নিয়েছেন। বেরাত্তিনি রয়েছেন সপ্তম স্থানে। গত সপ্তাহে ভিয়েনায় সেমিফাইনালে খেলার আগে সিনার এ্যানটর্প ওপেনের শিরোপা জিতেছিলেন।

ভিয়েনায় শিরোপা জয়ের মাধ্যমে মৌসুমের পঞ্চম শিরোপা অর্জন সত্তেও অলিম্পিক বিজয়ী আলেক্সান্দার জেভরেভ র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানেই রয়েছেন। 

রাশিয়ান ডানিল মেদভেদেভ এখনো র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থেকে বছর শেষ করার স্বপ্ন জাগিয়ে রেখেছেন। ধীরে ধীরে তিনি শীর্ষে থাকা সার্বিয়ান তারকা নোভাক জকোভিচের সাথে পয়েন্টের ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছেন। উভয় খেলোয়াড়ই প্যারিসে প্রতিদ্বন্দ্বীতা করছেন। 

এটিপি শীর্ষ ১০ র‌্যাঙ্কিং :
১. নোভাক জকোভিচ (সার্বিয়া)              ১০৩৪০ রেটিং পয়েন্ট
২. ডানিল মেদভেদেভ (রাশিয়া)             ৯৫৪০
৩. স্টিফানোস টিসিতসিপাস (গ্রীস)         ৭৮৪০
৪. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী)        ৭১৮০
৫. রাফায়েল নাদাল (স্পেন)                 ৫৬৩৫
৬. আন্দ্রে রুবলেভ (রাশিয়া)                ৫১৫০
৭. মাত্তেও বেরাত্তিনি (ইতালি)               ৪৭৬৮
৮. কাসপার রুড (নরওয়ে)                  ৩৬৭০
৯. ইয়ানিক সিনার (ইতালি)                 ৩৩৯৫
১০. হাবার্ট হারকার্জ (পোল্যান্ড)             ৩৩৬৬
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি