ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৪, ৬ নভেম্বর ২০২১

লা লিগায় অ্যাওয়ে ম্যাচে শনিবার (৬ নভেম্বর) রাত সোয়া ৯টায় সেল্টা ভিগোর মুখোমুখি হয়েছে এফসি বার্সেলোনা। লিগের ১৩তম রাউন্ডের এ ম্যাচে শুরু থেকেই আক্রমণে থাকে বার্সেলোনা। যার ফলে প্রথম অর্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় দলটি।

সেল্টার মাঠ বেলাইডোসে এদিন ম্যাচের মাত্র পঞ্চম মিনিটেই দলের স্কোর শিটে নাম লেখান আনসু ফাতি। জোর্দি আলবার সহায়তায় গোলটি আদায় করেন বার্সার এই তরুণ ফরোয়ার্ড। ১৩ মিনিট পর গঞ্জালেজের অ্যাসিস্টে ব্যবধানে বাড়ান দলপতি সার্জিও বুসকেটস। 

এরপর আবারো দৃশ্যপটে আবির্ভূত হন লেফট উইঙ্গার জোর্দি আলবা। বাঁ-দিক থেকে তাঁর দেয়া ক্রসে পা ঠেকিয়ে ৩৪তম মিনিটে স্কোরশিট ৩-০ করেন আরেক স্ট্রাইকার মেমফিস ডিপেও। শেষ পর্যন্ত এই ব্যবধানেই বিরতিতে যায় কাতালানরা।

লা লিগায় মোটেই ভালো সময় যাচ্ছে না বার্সেলোনার। লিগের ১১ ম্যাচ শেষে ওরা এখনো পড়ে আছে টেবিলের নয়ে। জয় পেয়েছে মাত্র চারটা। শেষ তিন ম্যাচে বার্সার পয়েন্ট মাত্র ১।

রাতে কাতালান ক্লাবটার প্রতিপক্ষ সেল্টাভিগো- এটাই যা স্বস্তি বার্সার জন্য। কারণ সেল্টার ১২ ম্যাচে পয়েন্ট মোটে ১১। ওদের বিপক্ষে শেষ লা লিগা ম্যাচের মাত্র ২টাতেই হার বার্সার। তবে ইনজুরি নিয়ে ভাবতে হচ্ছে বেশ। লম্বা সময় পর ফিট হয়ে আবারো ছিটকে গেছেন দেম্বেলে। আগুয়েরারও একই অবস্থা।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি