ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১৬ ডিসেম্বর ঢাকায় ভারত-পাকিস্তান ম্যাচ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ১২ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

করোনাভাইরাসের কারণে একাধিকবার পিছিয়েছে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি। পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী ১৪ ডিসেম্বর হকির বড় এই প্রতিযোগিতা ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে হতে যাচ্ছে। এশিয়ার শীর্ষ ৫টি দেশের সঙ্গে স্বাগতিক দল হিসেবে বাংলাদেশও খেলার সুযোগ পেয়েছে। সূচি অনুযায়ী দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে আগামী ১৬ ডিসেম্বর।

এর আগে উদ্বোধনী দিনে রাউন্ড রবিন লিগের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে মালয়েশিয়ার। ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টায়। ১৫ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। 

এরপর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১৬ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে। ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় তাদের প্রতিপক্ষ জাপান। পরের দিন রাত সাড়ে আটটায় বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। ২১ ডিসেম্বর একই দিনে দুটি সেমিফাইনাল হবে। এছাড়া স্থান নির্ধারণী ম্যাচও হবে একই দিনে। ২২ ডিসেম্বর হবে ফাইনাল। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি