টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রিয়াদের
প্রকাশিত : ১৪:০৩, ২০ নভেম্বর ২০২১ | আপডেট: ১৪:৪১, ২০ নভেম্বর ২০২১
এক দিন পরেই ফের মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দল। উত্তেজনার প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর এই ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল।
বিশ্বকাপের হতাশা ভুলে খেলতে নামা বাংলাদেশ প্রথম ম্যাচে আশা জাগিয়েও পাকিস্তানের শেষের ব্যাটারদের দাপটে প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরে যায়। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে যাবে সফরকারীরা। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে টাইগারদের লক্ষ্য ঘুরে দাঁড়ানো ও সিরিজ বাঁচিয়ে রাখা।
প্রথম ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানের একাদশে এসেছে একটি পরিবর্তন। আগের ম্যাচের ম্যাচসেরা হাসান আলীকে বসিয়ে নেওয়া হয়েছে প্রথম ম্যাচে বিশ্রামে থাকা পেসার শাহিন শাহ আফ্রিদি।
বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মেহেদী হাসান এবং মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
এসএ/