ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুজিববর্ষ আন্তঃস্কুল দাবা টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ৬ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৮:৫৪, ৬ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

মুজিববর্ষ আন্তঃস্কুল দাবা টুর্নামেন্ট ২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) বিকাল তিনটায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ স্কুল স্পোর্টস এসোসিয়েশন আয়োজিত মুজিববর্ষ আঞ্চলিক আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে দাবা টুর্নামেন্ট ২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ দাবা ফেডারেশন এর সহ সভাপতি এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যা উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ জহিরুল হক ভুইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশন এর সদস্য সজল মাহামুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশন এর স্কুল দাবা কমিটির সদস্য সচিব মাহামুদা হক মলি। টুর্নামেন্টে ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি