ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নিলাম চলাকালেই লুটিয়ে পড়লেন সঞ্চালক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২২

ফ্লোরে লুটিয়ে পড়েছেন আইপিএল নিলামকারী হিউজ এডমিডিস

ফ্লোরে লুটিয়ে পড়েছেন আইপিএল নিলামকারী হিউজ এডমিডিস

আসন্ন আইপিএলের ১৫তম আসরের নিলাম চলাকালেই ঘটে গেল এক দুর্ঘটনা। দর হাঁকার মাঝেই সংজ্ঞা হারিয়ে পড়ে গেলেন সঞ্চালক হিউজ এডমিডেস। শনিবার নিলাম চলাকালীন হঠাৎ করেই মুখ থুবড়ে মাটিতে পড়ে যান তিনি।

এদিন দুপুরে এক কোটি টাকার বেস প্রাইসের ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভার জন্য দর হাঁকে সানরাইজার্স হায়দরাবাদ। লড়াইয়ে যোগ দেয় পঞ্জাব কিংস। শেষ মুহূর্তে আরসিবি আগ্রহ দেখায় হাসারাঙ্গাকে নিয়ে। যাতে এক ধাক্কায় লঙ্কান এই অলরাউন্ডারের দাম ছাড়িয়ে যায় ১০ কোটি!

তবে বিডের মাঝেই হঠাৎ ওরে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন নিলামকারী হিউজ এডমিডিস। ফলে সাময়িকভাবে বন্ধ রাখা হয় নিলামের কার্যক্রম। নির্ধারিত সময়ের আগেই নেয়া হয় লাঞ্চের বিরতি। মধ্যাহ্নভোজের বিরতি চলবে ৩টা ৩০ মিনিট পর্যন্ত। 

তবে জানা গেছে, হিউজ সুস্থ আছেন। কিছুক্ষণের মধ্যেই নিলাম শুরু হতে পারে। এ পর্যন্ত আড়াই হাজারের বেশি নিলাম করেছেন হিউজ। ২০১৮ সালে জয়পুরে আইপিএল-এর নিলাম করেন তিনি। প্রথমবার সেটাই তাঁর আইপিএল নিলাম।

চার বছর পর ফের আইপিএল-এর মেগা নিলামে অংশ নেয়ার জন্য উৎসাহিত ছিলেন হিউজ।

এদিকে, হিউজ সংজ্ঞা হারানোর আগে ১৯ জন ক্রিকেটার এবারের নিলামে বিক্রি হয়েছেন। কলকাতা কিনেছে শ্রেয়াস আয়ার, প্যাট কামিন্স এবং নীতিশ রানাকে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি