ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বিপিএল ফাইনাল

এক পরিবর্তন নিয়ে বোলিংয়ে বরিশাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ১৮ ফেব্রুয়ারি ২০২২

বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল অষ্টম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শিরোপা নির্ধারণী হাইভোল্টেজ এ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে কুমিল্লা।

শুক্রবার বিকেলে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই দল তিনবার পরস্পরের মুখোমুখি হয়েছে। লিগ পর্বের খেলায় প্রথম লেগে কুমিল্লা পেয়েছিল ৬৩ রানের জয়। পরের লেগে ৩২ রানের জয়ে প্রতিশোধ নেয় বরিশাল। আর প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লাকে ১০ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বরিশাল।

এর আগে দুইবার ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুইবারই জিতেছে শিরোপা। ফরচুন বরিশাল প্রথমবারের মত বিপিএলে অংশ নিয়ে উঠে গেছে ফাইনালে। লিগ পর্ব শেষে বরিশাল পয়েন্ট টেবিলের ১ম এবং কুমিল্লা ২য় স্থানে ছিল।

এদিকে, এ ম্যাচে কুমিল্লার একাদশ অপরিবর্তিত রয়েছে। তবে একটি পরিবর্তন এসেছে বরিশালের একাদশে। শিরোপা নির্ধারণী এ ম্যাচে জিয়াউর রহমানের বদলে খেলবেন সৈকত আলী।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
মাহমুদুল হাসান জয়, লিটন দাস, ইমরুল কায়েস (অধিনায়ক), ফ্যাফ ডু প্লেসিস, মঈন আলী, আরিফুল হক, সুনীল নারিন, শহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও আবু হায়দার রনি।

ফরচুন বরিশাল একাদশ
মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, সৈকত আলী, নুরুল হাসান সোহান, মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা ও শফিকুল ইসলাম।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি