ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় সঙ্গীত ও পতাকা নিয়ে খেলতে পারবে না রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ইউক্রেইনে সামরিক অভিযানের প্রেক্ষাপটে রাশিয়ায় আপাতত কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হবে না বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চা সংস্থা ফিফা। 

এছাড়া নিরপেক্ষ ভেন্যুতেও নিজেদের পতাকা ও সঙ্গীত ছাড়া ফুটবল ইউনিয়ন অব রাশিয়া নামে খেলতে হবে তাদেরকে। 
  
ফিফা রোববার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়। 

কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা রাশিয়ার। ম্যাচটি রাশিয়া জিতলে সেখানেই ২৯ মার্চ সুইডেন অথবা চেক রিপাবলিকের মুখোমুখি হতো তারা।

এর আগে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা গত শুক্রবার রাশিয়া ও ইউক্রেইনের ক্লাব ও জাতীয় দলকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের হোম ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার নির্দেশ দেয়।

ফিফার বিবৃতিতে বলা হয়েছে, নিরপেক্ষ ভেন্যুতে রাশিয়ার ‘হোম ম্যাচে’ স্টেডিয়ামে দর্শকও থাকবে না।

ইউক্রেইনে হামলার পর শুরুতে রাশিয়ায় বাছাইয়ের ম্যাচ আয়োজনের বিপক্ষে অবস্থান নেয় পোল্যান্ড, সুইডেন ও চেক রিপাবলিক। পরে আরও কঠোর অবস্থান নিয়ে তিন দেশের ফুটবল ফেডারেশন জানিয়ে দেয়, রাশিয়ার বিপক্ষে খেলবে না তারা। এমনকি সেটা নিরপেক্ষ ভেন্যুতেও নয়।

আগামী জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় মেয়েদের ইউরোপিয়ান চ্যাম্পিয়শিপে সুইডেন, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের সঙ্গে একই গ্রুপে আছে রাশিয়া।

এর আগে রোববার ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও ঘোষণা দেয়, রাশিয়ার বিপক্ষে কোনো আন্তর্জাতিক ম্যাচ তারা খেলবে না।
সূত্র: বিবিসি
এএইচএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি