ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মিশরকে ডুবিয়ে বিশ্বকাপে সেনেগাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ৩১ মার্চ ২০২২

মিশর ও সেনেগাল

মিশর ও সেনেগাল

টাই-ব্রেকারে গোল করে ফের সেনেগালকে সাফল্যের শিখরে পৌঁছে দিলেন লিভারপুল তারকা সাদিও মানে। গত মাসে আফ্রিকান নেশন্স কাপের ফাইনালেও মিশরকে হারিয়ে সেনেগালকে মহাদেশীয় শিরোপা এনে দিয়েছিলেন তিনি। এবার লিভারপুল সতীর্থ মোহাম্মদ সালাহর দলকে ফের হতাশায় ডুবিয়ে মানে নিজ দলকে পৌঁছে দিলেন কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। 

একই রাতে বাছাই পর্বের বাঁধা টপকে সেনেগালের পাশাপাশি আফ্রিকা মহাদেশ থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ক্যামেরুন, ঘানা, মরক্কো ও তিউনিশিয়া।

ডায়ামনিয়াডিওতে অনুষ্ঠিত ফিরতি লেগের ম্যাচের চতুর্থ মিনিটেই বোলায়ে দিয়া গোল করে জয় নিশ্চিত করেছিলেন সেনেগালের। ফলে দুই লেগে ১-১ গোলের সমতায় পৌঁছে দল দুটি। যে কারণে জয়-পরাজয় নির্ধারণের জন্য অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি। সেখানেও কোনো পক্ষ ফল পক্ষে নিতে না পারায় টাই-ব্রেকারের মুখোমুখি হতে হয় উভয় দলকে। এবার গুরুত্বপূর্ণ সময়ে গোল করতে ভুল করেনি সেনেগালের তারকা। টাই-ব্রেকারে ৩-১ গোলে জয়লাভ করে সেনেগাল।

এই দফায় মিশরের হয়ে গোলবঞ্চিত তিন ফুটবলারের একজন ছিলেন মানের লিভারপুল সতীর্থ মোহাম্মদ সালাহ। তার নেয়া শটটি ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়। টাই-ব্রেকারে শট নেয়া দুই দলের ৯ ফুটবলারের মধ্যে মাত্র চারজন গোল করতে পারেন।

এই জয়ের ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের চূড়ান্ত আসরে খেলার যোগ্যতা অর্জন করল সেনেগাল।  

গত মাসে ইয়াউন্ডিতে অনুষ্ঠিত নেশন্স কাপের ফাইনালে মিশর ও সেনেগালের মধ্যে কোনো পক্ষই গোল করতে পারেনি। যে কারণে অতিরিক্ত সময় গড়িয়ে টাই-ব্রেকারে যায় ম্যাচটি। যেখানে মানে পঞ্চম পেনাল্টি থেকে গোল করলে ৪-২ গোলে জয়লাভ করে সেনেগাল।

এদিকে, আবুজায় অনুষ্ঠিত দ্বিতীয় লেগের আরেক ম্যাচে ঘানার সঙ্গে ১-১ গোলে ড্র করে স্বাগতিক নাইজেরিয়া। কিন্তু অ্যাওয়ে ম্যাচে গোল পাওয়ায় বিশ্বকাপের টিকিট লাভ করে ঘানা।

আলজেরিয়ার ব্লিডায় অনুষ্ঠিত অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে সফরকারী ক্যামেরুন ২-১ গোলে জয়লাভ করলে দুই দলই ২-২ ব্যবধানে সমান অবস্থান নিশ্চিত করে। কিন্তু ক্যামেরুন অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় পেয়ে যায় কাতার বিশ্বকাপের আসন।

তিউনিশিয়ায় অনুষ্ঠিত বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচে স্বাগতিকরা মালির সঙ্গে গোলশুন্য ড্র করলেও দুই লেগে ১-০ গোলে এগিয়ে থাকায় বিশ্বকাপে স্থান পায় তিউনিশিয়া।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি