ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ৩১ মার্চ ২০২২

নাজমুল হোসাইন শান্ত

নাজমুল হোসাইন শান্ত

বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে আছে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে মধ্য এপিলেই দেশে ফিরবেন মোমিনুল-মুশফিকরা। আর এর পরেই শুরু হবে টাইগারদের শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি। কারণ, মে মাসেই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে সিরিজের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

দিমুথ করুণারত্নের দল এবারের সফরে খেলবে শুধুমাত্র দুটি টেস্ট ম্যাচ, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, শুরু হবে ১৫ মে। 

এই ম্যাচ শেষে দুই দল পাড়ি জমাবে রাজধানী ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ মে।

সিরিজ শুরুর আগে লঙ্কানরা অবশ্য একটি প্রস্তুতি ম্যাচও খেলবে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ১১-১২ মে দুই দিনের সেই প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর এই সিরিজের জন্য শ্রীলঙ্কা জাতীয় দল বাংলাদেশে পা রাখার কথা রয়েছে ৮ মে।

এক নজরে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি-
৮ মে –  বাংলাদেশে এসে পৌঁছবে।
১১-১২ মে – দুই দিনের প্রস্তুতি ম্যাচ, এম এ আজিজ স্টেডিয়াম।
১৫-১৯ মে – প্রথম টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
২৩-২৭ মে – দ্বিতীয় টেস্ট, শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি