ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সেভিয়াকে থামিয়ে দুইয়ে উঠে এলো বার্সেলোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ৪ এপ্রিল ২০২২ | আপডেট: ১০:১৬, ৪ এপ্রিল ২০২২

লা লিগায় হারতেই যেন ভুলে গিয়েছিল সেভিয়া। নভেম্বরের শেষ থেকে অপরাজেয় ছুটে চলা সেভিয়াকে থামিয়ে কাতালান দলটি উঠে গেল পয়েন্ট তালিকার দুই নম্বরে। দ্বিতীয়ার্ধে চোখ ধাঁধানো একমাত্র গোলটি করেন পেদ্রি। 

রোববার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ১-০ গোলে জিতেছে জাভি হার্নান্দেসের দল। দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার পেদ্রি।

এই ম‍্যাচের আগে টানা ১৫ ম‍্যাচ অপরাজিত ছিল সেভিয়া। এখানে হার এড়াতে পারলেই স্পেনের শীর্ষ লিগে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি ম‍্যাচ অপরাজিত থাকার রেকর্ড হতো। সেটি ব‍্যর্থ করে দিয়ে প্রথমবারের মতো লা লিগায় টানা ছয় জয় পেল কাতালান ক্লাবটি।

দ্বাদশ মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। তবে উসমান দেম্বেলের ক্রসে ফ্রেংকি ডি ইয়ং হেড লক্ষ্যে রাখতে পারেননি। প্রতিপক্ষের রক্ষণে গিয়ে খেই হারাচ্ছিল দুই দলের আক্রমণগুলো। 

অবশেষে ৩৯তম মিনিটে প্রথম সেই চেষ্টায় সফল হন ফেররান তরেস। তবে বার্সেলোনা ফরোয়ার্ডের দুর্বল শট অনায়াসেই ব্যর্থ করে দেন সেভিয়া গোলরক্ষক।

৪৪তম মিনিটে দারুণ সুযোগ পায় বার্সেলোনা। পেদ্রির চমৎকার চিপে দেম্বেলে হেড করেন গোলমুখে। কিন্তু ফেররান কিংবা পিয়েরে এমেরিক-অবামেয়াংকে বলের নাগাল পেতে দেননি জুল কুন্দে।

দ্বিতীয়ার্ধের শুরুতে মার্ক-আন্ড্রে টের স্টেগেনের পরীক্ষা নেয় সফরকারীরা। ৪৭তম মিনিটে লামেলার শট ঝাঁপিয়ে ব‍্যর্থ করে দেন বার্সেলোনা গোলরক্ষক। সাত মিনিট পর ফের সুযোগ আসে সেভিয়ার সামনে। কিন্তু গোলমুখে হেসুস নাভাসের ক্রস একটুর জন‍্য নাগালে পাননি লুকাস ওকাম্পোস।

৬৩তম মিনিটে বার্সলোনার দারুণ দুটি চেষ্টা কর্নারের বিনিময়ে ব‍্যর্থ করে দেন বোনো। ছয় মিনিট পর কিছুই করার সুযোগ ছিল না তার। কিন্তু জেরার্ড পিকের হেড ফেরে ক্রসবারে লেগে। এ যাত্রায় বেঁচে যায় সেভিয়া।

একের পর এক আক্রমণ করে যাওয়া বার্সেলোনা ৭২তম মিনিটে ভাঙতে সফরকারীদের প্রতিরোধ। দেম্বেলের কাছ থেকে ডি-বক্সের মাথায় বল পেয়ে ঠাণ্ডা মাথায় বুলেট গতির শটে জাল খুঁজে নেন বার্সেলোনার তরুণ মিডফিল্ডার।

ম্যাচের ৮৬তম মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মাঠে। দুই দলের তিন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানোর পর সেভিয়ার সহকারী কোচকে লাল কার্ড দেখান রেফারি।

এরপর যোগ করা সময়ে সমতায় প্রায় ফিরিয়েই ফেলছিল সেভিয়া। কিন্তু অগাস্টিনসনের শট ঝাঁপিয়ে ব‍্যর্থ করে দিয়ে দলের ৩ পয়েন্ট নিশ্চিত করেন টের স্টেগেন।

৩০ ম‍্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ১২ পয়েন্টে পিছিয়ে দুইয়ে বার্সেলোনা। ৫৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক‍্যে যথাক্রমে পরের তিনটি স্থানে বার্সেলোনা, অ্যাথলেটিকো মাদ্রিদ ও সেভিয়া। এর মধ‍্যে শাভির দল একটি ম‍্যাচ কম খেলেছে। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি