ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সাকিবকে ক্ষমা চাইতে বললেন প্রোটিয়া সাংবাদিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ৪ এপ্রিল ২০২২

সাকিব আল হাসান ও টেলফোর্ড ভাইস

সাকিব আল হাসান ও টেলফোর্ড ভাইস

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভুল আম্পায়ারিং মেনে নিতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত প্রকাশ করেন সাকিব আল হাসান। বিষয়টাকে ভিন্নভাবে নিয়ে তারকা অলরাউন্ডার এবং টাইগার সাবেক অধিনায়ককে ক্ষমা চাইতে বলেছেন দক্ষিণ আফ্রিকার সাংবাদিক টেলফোর্ড ভাইস।

ডারবানের কিংসমিডে মাঠে পারফরম্যান্সকে পাশ কাটিয়ে সামনে উঠে এসেছে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত। চতুর্থ দিন পর্যন্ত ১১টি ভুল সিদ্ধান্ত দিয়েছেন দায়িত্বরত দুই আম্পায়ার মরেইস ইরাসমাস এবং আদ্রিয়ান হোল্ডস্টক। যার বেশিরভাগই গেছে বাংলাদেশের বিপক্ষে। 

যে কারণে আইসিসির কাছে নিরপেক্ষ আম্পায়ারের আবেদন করে রোববার এক টুইট বার্তায় সাকিব লেখেন, ‘আমি মনে করি, আইসিসির জন্য আগের মতো নিরপেক্ষ আম্পায়ার ফেরানোর সময় এসেছে। কারণ বেশিরভাগ ক্রিকেট খেলুড়ে দেশে করোনা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে।’

জবাবে দুই প্রোটিয়া আম্পায়ার ইরাসমাস এবং হোল্ডস্টকের অভিজ্ঞতার বিবরণ তুলে ধরে টেলফোর্ড লেখেন, ‘ম্যাচে চারটি ভুল সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে এবং চারটি পক্ষে গেছে। এটা সাকিব আল হাসানের ভালোভাবে জানা উচিত। এক্ষেত্রে ইরাসমাস এবং হোল্ডস্টকের কাছে সাকিবের ক্ষমা চাওয়া উচিত।’

এদিকে, ডারবান টেস্টের পঞ্চম দিনে মাত্র ১৩ ওভারেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। মাত্র ৩২ রানে একাই ৭টি উইকেট তুলে নেন কেশভ মহারাজ। যাতে মাত্র ৫৩ রানে অলআউট হয়ে ২২০ রানের বিশাল ব্যবধানেই হেরেছে মোমিনুল হকের দল। 

আর এই জয়ে দুই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি