ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

দল ছাড়ার ঘোষণা কুইরোজের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ১২ এপ্রিল ২০২২

মিশর জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে দেবার ঘোষণা দিয়েছেন কার্লোস কুইরোজ। বিশ্বকাপের মূল পর্বে মিশরের এবার খেলা হচ্ছে না। কিন্তু তারপরেও দলের কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবার ঘোষণা কিছুদিন আগেই দিয়েছিলেন কুইরোজ। কিন্তু হঠাৎ করেই দল ছাড়ার ঘোষণা দেন এই পর্তুগীজ কোচ।

৬৮ বছর বয়সী কুইরোজের সাথে মিশর জাতীয় দলের চুক্তি আরো ছয় মাস বাকি ছিল। সেপ্টেম্বরে দলের দায়িত্ব নেবার পর বিশ্বকাপের বাছাইপর্বে তার অধীনে মিশর মাঠে নেমেছিল। গত মাসে প্লে অফে সেনেগালের কাছে পেনাল্টিতে পরাজিত হয়ে বিশ্বকাপে আর খেলা হচ্ছেনা মোহাম্মদ সালাহর মিশরের। 

কুইরোজের অধীনে মিশর ডিসেম্বরে আরব কাপের সেমিফাইনালে খেলেছিল। ফেব্রুয়ারিতে আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে সেনেগালের কাছে পেনাল্টিতে পরাজিত হয়। 

কুইরোজ এ সম্পর্কে এক টুইটার বার্তায় লিখেছেন, ‘মিশরীয় সমর্থক, আমার বন্ধু, দুর্দান্ত একটি দলের অসাধারণ কোচিং স্টাফ ও আমার প্রিয় খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি প্রতিটি নতুন শুরুর একটি বেদানাদায়ক বিদায় থাকে। এর মাধ্যমে একজনের প্রতি অন্যজনের শ্রদ্ধাবোধ, বন্ধুত্ব, কৃতজ্ঞতা প্রকাশ পায়। এই মুহূর্তে এটাই আমার অনুভূতি। 

মিশরীয় ফুটবল এসোসিয়েশন জানিয়েছে তারা এ ব্যপারে কুইরোজের সাথে কথা বলবে। আগামী জুনে আফ্রিকান নেশন্ন কাপের বাছাইপর্বের আগে নতুন কোচ নিয়োগ দেবার চেষ্টা করা হবে বলেও এসোসিয়েশন ইঙ্গিত দিয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে ষষ্ঠ জাতীয় দল হিসেবে মিশরের দায়িত্ব পালন করেছেন কুইরোজ। ক্লাব ফুটবলে তিনি রিয়াল মাদ্রিদের প্রধান কোচ ছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেডের এ্যালেক্স ফার্গুসনের সহকারী হিসেবে কাজ করেছেন।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি