ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

হুট করে টেস্ট স্কোয়াডে মোসাদ্দেক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ৩০ এপ্রিল ২০২২

মোসাদ্দেক হোসাইন সৈকত

মোসাদ্দেক হোসাইন সৈকত

আসন্ন শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টের জন্য টাইগার টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয় গত ২৪ এপ্রিল। চোটের কারণে মেহেদী হাসান মিরাজ ছিটকে গেলে গত ২৭ এপ্রিল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় নাঈম হাসানকে। এরপর হুট করে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হল তারকা অলরাউন্ডার মোসাদ্দেক হোসাইন সৈকতকে।

শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোসাদ্দেককে প্রথম টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে বিসিবি। 

আর এর মাধ্যমে তিন বছর পর টেস্ট দলে ফিরলেন এই অলরাউন্ডার। যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে সদস্য সংখ্যা দাঁড়াল ১৭-তে।

৪০টি ওয়ানডে ও ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা মোসাদ্দেক হোসাইন টেস্ট খেলেছেন মোটে ৩টি। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালে। গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। যদিও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো করে চলেছেন এই অলরাউন্ডার।

মোসাদ্দেককে টেস্ট দলে অন্তর্ভুক্ত করার কারণ জানতে চাইলে শুক্রবার সন্ধ্যায় জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘মিরাজ তো নেই। নাঈম হাসানও অনেকদিন টেস্ট খেলেনি। আমরা একজন অলরাউন্ডার দরকার মনে করেছি। অলরাউন্ডার হিসেবেই মোসাদ্দেককে নিয়েছি।’

ঈদের পর বাংলাদেশের মাটিতে লঙ্কানরা খেলবে দুটি টেস্ট। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যে ম্যাচ শুরু হবে ১৫ মে। এই ম্যাচ শেষে দুই দল পাড়ি জমাবে রাজধানী ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ মে।

একনজরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড 
মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসাইন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসাইন সৈকত, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসাইন, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিট থাকা সাপেক্ষে)।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি