ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

২০২৩ সাল পর্যন্ত স্থগিত এশিয়ান গেমস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ৬ মে ২০২২

চলতি বছরের সেপ্টেম্বরে চীনের হুয়াংঝু শহরে হওয়ার কথা ছিল এশিয়ান গেমস। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে ২০২৩ সাল পর্যন্ত স্থগিত করা হলো এটি।

এই খবর নিশ্চিত করেছে এশিয়া অলিম্পিক কাউন্সিল। সংস্থার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রন্ধীর সিং শুক্রবার রয়টার্সকে এই খবর জানান। 

এক বিবৃতিতে বলা হয়, ‘অলিম্পিক কাউন্সিল অব এশিয়া ঘোষণা করছে যে, ২০২২ সালের ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চীনের হুয়াংঝু শহরে নির্ধারিত এমিয়ান গেমস স্থগিত হতে যাচ্ছে।’

নতুন সূচি পরে জানানো হবে বলে ওই বিবৃতিতে যোগ করা হয়েছে। শুক্রবার কাউন্সিলের নির্বাহী বোর্ডের সভায় গেমস স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

মাল্টি-স্পোর্টস গেমের ১৯তম আসরটির জন্য সবগুলো ভেন্যু প্রস্তুত করা হয়েছিল। করোনা পরীক্ষারও ব্যবস্থা করা হয়। ৪৪টি দেশ ও অঞ্চলের ১১ হাজারেরও বেশি অ্যাথলেটদের অংশগ্রহণের কথা ছিল এতে। কিন্তু দেশটির ফিন্যান্সিয়াল হাব হিসেবে পরিচিত সাংহাই এক মাস ধরে করোনাভাইরাসের সংক্রমণের কারণে অবরুদ্ধ। এছাড়া বেইজিংয়েও চলাফেরা সীমিত হতে পারে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি