ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

লঙ্কান শিবিরে নাইমের জোড়া আঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ১৬ মে ২০২২ | আপডেট: ১২:৩৩, ১৬ মে ২০২২

প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনের প্রথম সেশনে দুটি উইকেট তুলে নিয়েছেন অফস্পিনার নাইম হাসান। লঙ্কান দুই অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ আর দিনেশ চান্দিমাল জুটি যখন অপ্রতিরোধ্য, তখনই জুটিটা ভাঙলেন নাইম। এক ওভারেই তুলে নিলেন দুটি উইকেট।

দিনেশ চান্দিমালকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন নাইম। তার আগে ৩ ছক্কা ও ২ চারে ১৪৮ বলে ৬৬ রান করেন লঙ্কান এই মিডল-অর্ডার ব্যাটসম্যান।

ইনিংসের ১১৪তম ওভারের প্রথম বলে চান্দিমালকে আউট করার পর পঞ্চম বলে দারুণ এক ডেলিভারিতে নিরোশান ডিকভেলাকে (৩) বোল্ড করেন এই অফস্পিনার।

৪ রানের মধ্যে ২ উইকেট ফেলায় আশা জেগেছে বাংলাদেশ শিবিরে। তবে সেঞ্চুরিয়ান ম্যাথিউজ এখনও ১৪৪ রানে অপরাজিত আছেন।

১১৬ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান। 

টেস্টের প্রথম দিনের প্রথম ও শেষ- দুই সেশনেই দুটি করে উইকেট নিয়েছিল বাংলাদেশ। নাইমের জোড়া সাফল্যের পরও প্রথম দিন ৪ উইকেটে ২৫৮ রান করে শ্রীলঙ্কা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি