ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ম্যাথুসকে বল ছুড়ে মারায় তাইজুলকে জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ২৬ মে ২০২২

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শ্রীলংকার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজের দিকে বল ছুঁড়ে মেরে জরিমানার কবলে পড়লেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাইজুলকে।

আইসিসি আচরণবিধির লেভেল-১ অপরাধ করেছেন তাইজুল। আইসিসির আচরণবিধির ২.৯ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন তিনি। যা আন্তর্জাতিক ম্যাচে কোন খেলোয়াড়কে লক্ষ্য করে বল ছুঁড়ে মারা অনুপযুক্ত বা বিপজ্জনক। 

বুধবার শ্রীলংকার ইনিংসের ৬৯তম ওভারে ঘটনাটি ঘটে। শ্রীলংকা ইনিংসের ৬৯তম ওভারে তাইজুলের চতুর্থ ডেলিভারিটি সোজা ড্রাইভ করেন ম্যাথুজ। নিজেই বল ফিল্ডিং করে ম্যাথুজের দিকে ছুঁড়ে মারেন তাইজুল। তখন পপিং ক্রিজের মধ্যেই ছিলেন এবং রান নেয়ার চেষ্টা করেননি ম্যাথুজ। তারপরও ম্যাথুজের দিকে বল ছুঁড়ে মারেন তাইজুল। এক বিবৃতিতে এমনই বলেছে আইসিসি। 

নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন তাইজুল। ম্যাচ রেফারি ক্রিস ব্রডের দেয়া শাস্তি তাইজুল মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

পাশাপাশি তাইজুলের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। যা ২৪ মাসের মধ্যে প্রথম অপরাধ ছিলো। 

মুশফিকুর রহিমের অনবদ্য ১৭৫ ও লিটন দাসের ১৪১ রানের সুবাদে প্রথম ইনিংসে ৩৬৫ রান করে বাংলাদেশ। 
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি