ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

৩২ স্পিনার নিয়ে হেরাথের বিশেষ ক্যাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ২৯ মে ২০২২

রঙ্গনা হেরাথের বিশেষ ক্যাম্পে ৩২ স্পিনার

রঙ্গনা হেরাথের বিশেষ ক্যাম্পে ৩২ স্পিনার

দেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মত স্পিনারেরও যে ঘাটতি রয়েছে, তা স্পষ্ট হয়েছে সদ্য সমাপ্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে। তাইতো সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অনন্য এক উদ্যোগ গ্রহণ করেছে বিসিবি। ঘরোয়া ক্রিকেটের ৩২ জন স্পিনারকে নিয়ে বিসিবি আয়োজন করেছে ৪ দিনের বিশেষ ট্রেনিং ক্যাম্প।

বিশেষ এই ক্যাম্পের দায়িত্বে রয়েছেন জাতীয় দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। ব্যক্তিগত কারণে ছুটি নেয়ায় আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে থাকবেন না তিনি। তবে ছুটিতে যাওয়ার আগে লঙ্কান এই লিজেন্ড বিশেষ ক্যাম্পে শান দেবেন দেশের এক ঝাঁক স্পিনারকে।

চার দিনের এই ক্যাম্প শুরু হলো আজ ২৯ মে, শেষ হবে ১ জুন। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর ও আউটডোর সুবিধা উন্মুক্ত থাকবে ক্যাম্পে যোগ দেয়া স্পিনারদের জন্য।

বিশেষ এই ক্যাম্পে ডাক পাওয়াদের মধ্যে বেশিরভাগই বেশ পরিচিত মুখ। দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট ও ক্লাব ক্রিকেটের শীর্ষ পারফর্মাররাই জাতীয় দলের স্পিন কোচের সান্নিধ্যে থেকে এই ক্যাম্প করার সুযোগ পেয়েছেন।

এই ক্যাম্প নিয়ে রঙ্গনা হেরাথ বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে এখান থেকে নতুন প্রতিভা তুলে নিয়ে আসা। এই ক্যাম্প তাদের সঙ্গে কোচদের যোগাযোগের মাধ্যমও। এখন পর্যন্ত আমরা ভালো সেশন কাটিয়েছি। আগামী কিছুদিন আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে।’

হেরাথ আরও যোগ করেন, 'আমি বিশ্বাস করি, স্পিনার হলে আপনাকে বল ঘোরাতে জানতে হবে এবং অবশ্যই লাইন-লেন্থ মেইন্টেন করতে হবে। টেস্ট ক্রিকেটে সবসময় আপনাকে পরীক্ষার মধ্যে থাকতে হবে। কখনো সেটা ফিজিক্যালি, মেন্টালি বা ট্যাকটিক্যালি। এটা আসলে এত সহজে আসবে না। তার জন্যই আমরা এখানে ভালো কিছুর লক্ষ্যে।'

চারদিনের এই ক্যাম্প ইতোমধ্যেই শুরু হয়েছে। প্রথমদিনের সেশন শেষে কোনো স্পিনার বিশেষভাবে চোখে পড়েছে কি না, এমন প্রশ্নের জবাবে হেরাথ বলেন, ‘এখনো আমরা তেমন প্রোফাইলের কাউকে পায়নি। তবে আমরা আশা করছি, খুব শিগগিরই তেমন প্রতিভার কাউকে পেয়ে যাব। যদিও যাদের পেয়েছি তারা ভালোই। আশা করি আমরা সামনের কয়েকদিনের মধ্যে দারুণ কাউকে পাবো।’

ক্যাম্পে ডাক পাওয়া ৩২ স্পিনার
রকিবুল হাসান, তানভীর ইসলাম, জুবায়ের হোসেন লিখন, হাসান মুরাদ, নাজমুল ইসলাম অপু, রায়হান, নাহিদুল ইসলাম, রিশাদ হোসাইন, সঞ্জিত সাহা, রনি চৌধুরী, সানজামুল ইসলাম, ইফতেখার সাজ্জাদ রনি, রাহাতুল ফেরদৌস, টিপু সুলতান, আল মামুন রাজু, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মেহারাব ওহিন, শাদাত হোসাইন সবুজ, নাইম হোসেন সাকিব, আকাশ, অমিত মল্লিক, মুজাক্কির, আবু হাশিম, আরিফুল জনি, এসকে অন্তর, রতন, মহিউল ইসলাম পাটোয়ারি, তুষার মিয়া, অনিক, তাজ মোহাম্মদ এহতেশাম মাহমুদ, স্বাধীন ইসলাম ও রুবেল।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি