ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

২২তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন নাদাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ৬ জুন ২০২২

ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড গড়লেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। পুরুষ এককের ফাইনালে ক্যাসপার রুডকে হারিয়ে জিতলেন ২২তম গ্র্যান্ড স্ল্যাম।

নরওয়ের প্রতিপক্ষকে সরাসরি সেটে উড়িয়ে দিয়েছেন ৩৬ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। 

ম্যাচের প্রথম সেট ৬-৩ গেমে জিতে নেন নাদাল। দ্বিতীয় সেটও জেতেন একই ব্যবধানে। আর তৃতীয় সেটে তো দাঁড়াতেই পারেনি ক্যাসপার, হারেন ৬-০ গেমে। 

এ নিয়ে টানা ১১ ম্যাচ জিতে নাদাল আরও একবার জানান দিলেন রোলাঁ গাঁরোয় তিনিই রাজা। ফ্রেঞ্চ ওপেনে এটি নাদালের রেকর্ড ১৪তম শিরোপা জয়।

গত বছর এই রোলা গারোঁতেই জোকোভিচের কাছে সেমিফাইনালে হেরেছিলেন নাদাল। তবে এবার জোকারকে আগেভাগেই বিদায় করে দেন তিনি। এই নিয়ে ক্লে কোর্টে ১১৫ ম্যাচ খেলে ১১২টিতেই জয় তুলে নিলেন নাদাল। 

বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন এই স্প্যানিয়ার্ড।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি