ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

লাস ভেগাসেই হচ্ছে প্রাক মৌসুম এল ক্লাসিকো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ১১ জুন ২০২২

আগামী ২৩ জুলাই যুক্তরাষ্ট্রের মাটিতেই প্রাক মৌসুম প্রীতি এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লাস ভেগাসের এই ম্যাচটিই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মাঠে দ্বিতীয় এল ক্লাসিকো।

যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন এই সফরে আরো খেলবে জুভেন্টাস ও মেক্সিকান জায়ান্ট শিভাস ও ক্লাব আমেরিকা।

যুক্তরাষ্ট্রের পাঁচটি শহরে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। লাগ ভেগাসে যাবার আগে স্প্যানিশ সুপার পাওয়ার দুই প্রতিদ্বন্দ্বী দল এনএফএল’র রেইডার্সের দুই বছরের পুরোনো হোম গ্রাউন্ড এ্যালেগ্যান্ট স্টেডিয়াম পরিদর্শন করবে।

এর পর আগামী ২৬ জুলাই ডালাসের কটন বোল স্টেডিয়ামে রোমের বুড়ি জুভেন্টাসের মুখোমুখি হবে বার্সেলোনা। আর ৩০ জুলাই ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনার বিখ্যাত রোজ বোল স্টেডিয়ামে ইতালিয়ান জায়ান্টদের মোকাবেলা করবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদ।

ক্রীড়া বিনোদান গ্রুপ এইজি’র ব্যবস্থাপনায় প্রথমবারের মত আয়োজিত সকার চ্যাম্পিয়ন্স ট্যুরের অংশ হিসেবে এই তিন ইউরোপীয়ান জায়ান্ট একসঙ্গে প্রাক মৌসুম সফর করবে যুক্তরাষ্ট্রে। 

জুভেন্টাস আগামী ২২ জুলাই লাস ভেগাসে শিভাসের এবং ২৬ জুলাই সান ফ্রান্সিসকোর ওরাকেল পার্কে ক্লাব আমেরিকার মোকাবেলা করবে রিয়াল মাদ্রিদ।

কোভিড মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার আবারো যুক্তরাষ্ট্রে এই আকর্ষণীয় সফরে যাচ্ছে ইউরোপের শীর্ষসারির ক্লাবগুলো। সকার চ্যাম্পিয়নশীপ ট্যুরের আমন্ত্রণে অন্যান্য দলও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে খেলবে। 

এর মধ্যে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিরও যুক্তরাষ্ট্র সফরে খেলার কথা রয়েছে আগামী মাসে।

২০১৭ সালের গ্রীষ্মে প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের মাটিতে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ৬৬ হাজারেরও বেশী দর্শক টিকিট কেটে ম্যাচটি উপভোগ করেছিল। 

ম্যাচে বার্সেলোনা ৩-২ গোলে জয়ী হয়। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের অংশ হিসেবে আয়োজিত ওই প্রীতি ম্যাচের আগে ৩৫ বছরেও স্পেনের বাইরে মুখোমুখি হয়নি চির প্রতিদ্বন্দ্বী এই দল দুটি।

এছাড়া আগামী ১৯ জুলাই ডেভিড বেকহ্যামের ইন্টার মিয়ামি এমএলএস ক্লাব ও ৩০ জুলাই এমএলএস’র নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে আরো দুটি ম্যাচ খেলার কথা রয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যদের।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি