ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

অনিশ্চিত টাইগারদের প্রথম টি-টোয়েন্টি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ২ জুলাই ২০২২

ডমিনিকার উইন্ডসর পার্ক স্টেডিয়াম

ডমিনিকার উইন্ডসর পার্ক স্টেডিয়াম

ডমিনিকায় উৎসবের রঙ ছড়িয়েছে। রাজধানী রোসোতেই উইন্ডসর পার্ক স্টেডিয়াম। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ৫ বছর পর এখানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। কিন্তু স্বাগতিকদের সেই আনন্দ মাটি হতে বসেছে বৈরী আবহাওয়ার কারণে।

ডমিনিকায় গত দুই দিন ধরেই চলছে বৃষ্টি। আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এতেই পণ্ড হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। দেশটির আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, শনিবার মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। ঝোড়ো বাতাসের সঙ্গে হবে বৃষ্টি।

তাই সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির শঙ্কা পুরোপুরি। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা রয়েছে ম্যাচটি। বৃষ্টিতে ভেসে যেতে পারে ম্যাচ, তবে ডমিনিকাবাসীর আক্ষেপ মেটাতে পারে সিরিজের দ্বিতীয় ম্যাচ। রোববার একই ভেন্যুতে একই সময় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এর আগে ২০১৭ সালে হ্যারিকেনের তাণ্ডবে ভেসে গিয়েছিল ডমিনিকার মাঠটি। পরে সংস্কারের পর এবারই প্রথম ম্যাচ পেয়েছে তারা।

তবে এই সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু উইন্ডসর পার্কে আন্তর্জাতিক ক্রিকেট খুবই অনিয়মিত। সর্বশেষ ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান টেস্ট খেলেছিল রোসোর এই স্টেডিয়ামে। আট বছর আগে ২০১৪ সালে অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি ম্যাচ। এখানে শেষবার ওয়ানডে ম্যাচ হয়েছিল সেই ২০১০ সালে।

অতীতের পরিসংখ্যান বলছে, এখানকার উইকেটে স্পিনাররা সাহায্য পেতেন। তা এখনও বহাল থাকলে বাংলাদেশের জন্য ভালো খবরই বটে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি