ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জয়ের পথে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৫, ১১ জুলাই ২০২২ | আপডেট: ০৩:৩৬, ১১ জুলাই ২০২২

৪১ ওভারে ১৫০ রানের লক্ষ্য। টার্গেটটা খুব একটা বড় নয়। তবে এ রান তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। ক্যারিবীয় স্পিনার আকিল হোসেনের এক ঘূর্ণি ডেলিভারি লিটনের পায়ে লাগলে আবেদন হয়।

আম্পায়ার শুরুতে আউট দেননি। কিছুটা সময় নেন। লিটন ভেবেছিলেন বেঁচে গেছেন। এমন সময়ে আঙুল তুলে দেন আম্পায়ার। পরে রিভিউ নেন লিটন।

রিপ্লেতে দেখা যায়, বল লেগ স্ট্যাম্প একটু ছুঁয়েছে, তবে বেশিরভাগই বাইরের দিকে। কিন্তু আম্পায়ার্স কলে আউট হয়েই সাজঘরে ফেরেন লিটন। 

তবে এরপরে দারুণ খেলেছে টিম টাইগার। জয়ের জন্য তাদের এখন প্রয়োজন মাত্র ১১ রান। তবে এ সময়ের মধ্যে বাংলাদেশ হারিয়েছে ৪টি উইকেট।

এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ করে ৯ উইকেটে ১৪৯ রান।

বৃষ্টিতে সোয়া দুই ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচ নেমে আসে ৪১ ওভারে। ওয়েস্ট ইন্ডিজ নবম উইকেট হারায় ৩৪তম ওভারেই। শেষ জুটির সৌজন্যে তারা খেলতে পারে শেষ পর্যন্ত। ৩৯ রানের মূল্যবান জুটিতে দলকে কিছুটা লড়ার রানও এনে দেয় এই জুটি।

উইকেট বেশ মন্থর। বল গ্রিপ করেছে উইকেটে, ব্যাটে এসেছে ধীরে। বাউন্সও ছিল একটু অসমান। তা কাজে লাগান বাংলাদেশের বোলাররা।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি