ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ভারত যাচ্ছে অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫, ২২ জুলাই ২০২২

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে শুক্রবার ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে ২৩ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল। উড়িষ্যার ভুবনেশ্বর শহরে আগামী ২৫ জুলাই থেকে ৫ আগস্ট অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্টে অংশ নিবে উপমহাদেশের ৫টি দেশ ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপ। লীগের শীর্ষ পয়েন্টধারী দুই দল ফাইনালে পরস্পরের মোকাবেলা করবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ আগস্ট ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে।  

আগামী ২৫ জুলাই শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ২৭ জুলাই স্বাগতিক ভারতের মোকাবেলা করবে তারা। আগামী ২৯ জুলাই মালদ্বীপের এবং ২ আগস্ট নেপালের মুখোমুখি হবে বাংলার যুবারা।

অনূর্ধ্ব-২০ দলের দেশ ছাড়ার আগে এক সংবাদ সম্মেলন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টে বাংলাদেশ দলের লক্ষ্য ও প্রত্যাশার কথা জানান দলটির ম্যানেজার বিজন বড়ুয়া।

ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ট্যাকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মলি, অনুর্ধ-২০ দলের অধিনায়ক তানভীর হোসেন ও সহ অধিনায়ক মইনুল ইসলাম মঈন এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল
মোহাম্মদ ইমন, মোহাম্মদ আসিফ, শান্ত কুমার রায়, তানভীর হোসেন, ইমরান খান, আশিকুর রহমান, স্যামযয়ল রাকসাম, শাহিন আহমেদ, রাজন হাওলাদার, আজিজুল হক অনন্ত, সিরাজুল ইসলাম রানা, সুজল ত্রিপুরা, নাজমুল হুদা ফয়সাল, আক্কাস আলী, মজিবর রহমান জনি, মইনুল ইসলাম মঈন, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাহিয়ান, মুর্শেদ আলী, রফিকুল ইসলাম, সাজেদ হাসান জুম্মন, পিয়াস আহমেদ নোভা ও মিরাজ ইসলাম।

কর্মকর্তা
বিজন বড়ুয়া (টিমের ম্যানেজার), পল থমাস স্মালি (টেকনিক্যাল ডিরেক্টর/প্রধান কোচ), রাসেদ আহমেদ (সহকারী কোচ), বিপ্লব ভট্টাচার্য (জাতীয় গোলকিপিং কোচ), ইভান রাজলগ (ফিটনেস কোচ), সাঈদ হাসান (অনুবাদক/মিডিয়া অফিসার) এবং ইলিয়াস আহমেদ (ফিজিওথেরাপিস্ট)।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি