ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বাংলাদেশ-জিম্বাবুয়ের খেলা দেখা যাবে যে মাধ্যমে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ২৯ জুলাই ২০২২

টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে এখন জিম্বাবুয়েতে অবস্থান করছে বাংলাদেশ। আফ্রিকার দেশটিতে প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সোহানের দল, পরে ওয়ানডে সিরিজে নামবে তামিম বাহিনী।

শনিবার (৩০ জুলাই) হারারে স্পোর্টস গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। 

বিরতি ছাড়াই পরের দিনেই (৩১ জুলাই) দুই দল দ্বিতীয় ম্যাচ খেলবে একই ভেন্যুতে একই সময়ে। এরপর একদিনের বিরতি দিয়ে আগামী ২ আগস্ট একই ভেন্যুতে একই সময়ে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি।

টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী ৫ আগস্ট থেকে শুরু হবে দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হবে প্রথম ওয়ানডে। এরপর ৭ আগস্ট এবং ১০ আগস্ট পরের দুটি ম্যাচও একই সময়ে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

বেসরকারি টেলিভিশন স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে প্রতিটি ম্যাচ। এছাড়াও খেলাগুলো দেখা যাবে আইসিসির ওয়েব টিভিতে (ICC.tv)। আইসিসি টিভির এই ওয়েবসাইটে সাইন আপ করে ১.৯৯ ডলারের বিনিময়ে দেখা যাবে ম্যাচগুলো।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে এবার নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলার লক্ষ্যে সম্পূর্ণ তারুণ্য নির্ভর দল সাজিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন মারকুটে উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।

বাংলাদেশ দল: 
নুরুল হাসান সোহান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসাইন, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসাইন, নাজমুল হোসাইন শান্ত, মেহেদি হাসান মিরাজ ও পারভেজ হোসাইন ইমন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি