ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

আমরা শিখতে আসিনি, জিততে এসেছি: সোহান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ৩০ জুলাই ২০২২

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি অধিনায়ক সোহান

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি অধিনায়ক সোহান

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে দুই দলের লড়াই।

দীর্ঘদিন ধরে জাতীয় দলকে সার্ভিস দেয়া সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের কেউই নেই এ সিরিজে। নুরুল হাসান সোহানের নেতৃত্বে একঝাঁক তরুণ ও নতুন ক্রিকেটারকে পাঠানো হয়েছে জিম্বাবুয়েতে।

ধারণা করা হচ্ছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তারুণ্যনির্ভর দল সাজানোর পরিকল্পনা থেকেই জিম্বাবুয়েতে বিশ্রাম দেয়া হয়েছে সব অভিজ্ঞদের।

তবে পরিকল্পনা যাইহোক, নতুন অধিনায়ক সোহানের সহজ কথা, সিরিজ জিততেই জিম্বাবুয়ে সফরে গিয়েছেন তারা। দলে তরুণ বা অপরীক্ষিত খেলোয়াড়দের উপস্থিতি থাকলেও, তারা যে জিম্বাবুয়ে শিখতে গেছেন- মোটেও তা নয়।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে শোনা গেল সোহানের দৃপ্ত কণ্ঠ, ‘আমরা জানি সামনে চ্যালেঞ্জের মুখে পড়তে পারি। তবে সেজন্য আমরা তৈরি। আপনি হয়তো বলতে পারেন এটি তরুণ দল। তবে আমরা শিখতে আসিনি, জিততে এসেছি।’

নিজের দলকে অনভিজ্ঞ মানতেও নারাজ টাইগারদের নতুন অধিনায়ক, ‘আপনি বলতে পারেন না যে, আমরা অনভিজ্ঞ দল। কারণ অনেক খেলোয়াড়ই ৬-৭ বছর ধরে খেলছে। তাই আমার মনে হয় অভিজ্ঞতা ঠিকই আছে। কন্ডিশন হয়তো একটু আলাদা। তবে এটি অজুহাত হতে পারে না।’

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের চিরায়ত সমস্যার একটি হল পাওয়ার হিটিং। দেশ ছাড়ার আগে দলের অলরাউন্ডার শেখ মাহেদি হাসান সরাসরিই বলে দিয়েছেন যে, তারা চাইলেই আন্দ্রে রাসেল বা কিয়েরন পোলার্ড হতে পারবেন না। একই মত সোহানেরও।

তবে পাওয়ার হিটিংকে এক পাশে সরিয়ে রেখে নিজেদের বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলার প্রত্যয় সোহানের, ‘আমরা আমাদের ব্র্যান্ড ক্রিকেট খেলতে চাই। অনেক দল আছে যারা পাওয়ার হিটিংয়ে এগিয়ে। তবে আমরা যদি বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলতে পারি তাহলে সবসময়ই সুযোগ থাকবে।’

সোহান আরো বলেন, ‘অবশ্যই আমরা যতটা সম্ভব ম্যাচ জিততে চাই। সবগুলো ম্যাচ জিতলে ভালো হবে। তাই আমরা ম্যাচ বাই ম্যাচ নিয়ে এগোবো। গুরুত্বপূর্ণ বিষয় হল সিরিজের শুরুটা ভালো করা।’

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):
লিটন দাস, পারভেজ হোসাইন ইমন/মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, নাজমুল হোসাইন শান্ত, আফিফ হোসাইন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক ও অধিনায়ক), মোসাদ্দেক হোসাইন, মাহেদী হাসান,  শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি