ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নিজের কোচকেই জীবনসঙ্গী করছেন কেভিতোভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ২৫ আগস্ট ২০২২

পেত্রা কেভিতোভা ও কোচ জিরি ভানেক

পেত্রা কেভিতোভা ও কোচ জিরি ভানেক

নিজের কোচ জিরি ভানেকের সাথে বাগদানের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন দুইবারের উইম্বলডন বিজয়ী পেত্রা কেভিতোভা।

চেক প্রজাতন্ত্রের ৩২ বছর বয়সী এই টেনিস তারকা টুইটারে এ সম্পর্কে ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘খুশীর একটি খবর তোমাদের সবার সাথে ভাগাভাগি করতে চাই, বিশেষ একটি স্থানে আমি ‘হ্যাঁ’ বলে দিয়েছি।’

এ সময় অল ইংল্যান্ড ক্লাবে দাঁড়ানো দুজনের একটি ছবিও শেয়ার করেছেন কেভিতোভা, যেখানে তার অনামিকায় শোভা পাচ্ছিল ডায়ামন্ড রিং।

২০১১ ও ২০১৪ সালে এই অল ইংল্যান্ড ক্লাবেই দুটি উইম্বলডন শিরোপা জয় করেছিলেন কেভিতোভা। ২০১৬ সালে তিনি কোচ হিসেবে ৪৪ বছর বয়সী ভানেককে নিয়োগ দেন। 

যদিও আগে একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভানেক। সেই ঘরে তার দুটি পুত্র সন্তানও রয়েছে। 

গত সপ্তাহে ডব্লিউটিএ সিনসিনাতি মাস্টার্সের ফাইনালে ক্যারোলিন গার্সিয়ার কাছে পরাজিত হয়েছেন কেভিতোভা। আর এ সপ্তাহেই দিলেন এই সুখবর।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি