ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ভারতের ওপর থেকে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ২৭ আগস্ট ২০২২

ভারতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফিফা।

শুক্রবার (২৬ আগস্ট) রাতে ভারতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ফিফা। এর আগে ফিফার সব নির্দেশনা মেনে ভারত তাদের ফেডারেশনের নির্বাচনী প্রক্রিয়া শুরু করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করেছিল। 

ভারতকে গত ১৫ আগস্ট রাতে সাসপেন্ড করেছিল বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। 

নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে ভারত এখন আন্তর্জাতিক ফুটবলে অংশ নিতে পারবে। দেশটির ক্লাবগুলো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবে। এমনকি দেশটি আন্তর্জাতিক অঙ্গনে ফুটবলীয় সকল কার্যক্রমেও অংশ নিতে পারবে।

একই সঙ্গে ফিফার নিষেধাজ্ঞায় পড়াতে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য ফিফা বয়সভিত্তিক নারী বিশ্বকাপের আয়োজন নিয়ে ভারত যে অনিশ্চয়তায় পড়েছিল সেটাও দূর হলো।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি