ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

‘আফগানিস্তানের চেয়ে সহজ প্রতিপক্ষ বাংলাদেশ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০৭, ২৯ আগস্ট ২০২২ | আপডেট: ০১:১৬, ২৯ আগস্ট ২০২২

লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা

লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা

আফগানিস্তানের কাছে কোনো প্রকার পাত্তা না পেয়ে এশিয়া কাপের ১৫তম আসর শুরু করা শ্রীলঙ্কার পরের ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। টাইগারদের কাছে হারলে এবারের এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে লঙ্কানদের। 

তবে বাংলাদেশকে সহজ প্রতিপক্ষই মনে করছেন দলটির অধিনায়ক দাসুন শানাকা। দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে শানাকা জানান, আফগানিন্তানের চেয়ে সহজ প্রতিপক্ষ বাংলাদেশ।

শনিবার রাতে এশিয়া কাপের ১৫তম আসরের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ উইকেটের বড় হারের লজ্জা পায় শ্রীলঙ্কা। পুরো ম্যাচে আফগানদের বিপক্ষে লড়াইয়ের সামর্থ্যটুকুও দেখাতে পারেনি লঙ্কানরা।

প্রথমে ব্যাট করে মাত্র ১০৫ রানে অলআউট হয় শানাকার দল। লঙ্কানদের দেয়া ১০৬ রানের লক্ষ্যটা স্পর্শ করতে মাত্র ৬১ লাগে আফগানদের। বোলারদের দারুণ নৈপুণ্যের পর মারমুখী মেজাজে দ্রুতই ম্যাচ শেষ করেন আফগান ব্যাটাররা। 

আফগানিস্তানের কাছে হারের জন্য দলের ব্যাটারদের দুষেছেন শানাকা। তার মতে, ব্যাটাররা নিজেদের সেরাটা দিতে পারেনি।

গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচ নিয়ে লঙ্কান অধিনায়ক বলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। বাংলাদেশ দলে ফিজ (মুস্তাফিজ) খুব ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার। এছাড়া বাংলাদেশ দলে সেভাবে আর কোনো বিশ্বমানের বোলার নেই। তাই আমি মনে করি, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে।’

বাংলাদেশের বিপক্ষে পূর্বে খেলার অভিজ্ঞতাও পরের ম্যাচে কাজে লাগবে বলে জানান শানাকা। লঙ্কাধিপতি বলেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। আমরা জানি, তারা কি পরিকল্পনা করছে। পরের ম্যাচের জন্য তাদের পরিকল্পনা জানা থাকায়, কাজটা অনেক সহজ হবে।’

শানাকা আরও বলেন, ‘আমরা তাদের খেলোয়াড়দের ভালো করে চিনি। এই যুগে প্রত্যেক দলই প্রতিপক্ষ সম্পর্কে জানে, যদি না প্রতিপক্ষ ছোট দল হয়। তাই বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগবে আমাদের।’

আগামী এক সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে শ্রীলঙ্কা। দুবাইয়ে এই ম্যাচে আগেই অবশ্য লঙ্কানদের উড়িয়ে দিয়ে আকাশে উড়তে আফগানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব বাহিনী। 

ম্যাচটি হবে ৩০ আগস্ট (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ৮টায়।

এনএন//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি