ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

শানাকার মন্তব্যে হতবাক রশিদ খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ৩০ আগস্ট ২০২২ | আপডেট: ১৮:০৩, ৩০ আগস্ট ২০২২

দাসুন শানাকা ও রশিদ খান

দাসুন শানাকা ও রশিদ খান

আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ- শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার এমন মন্তব্যে রীতিমত হতবাক আফগান তারকা লেগ-স্পিনার রশিদ খান।

শানাকার মন্তব্যের সঙ্গে মোটেও একমত নন তিনি। এই লেগির মতে, বাংলাদেশ দল সর্ম্পকে আমরা সবাই জানি। তারা খুবই ভালো দল।

গত ২৭ আগস্ট এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ উইকেটের ব্যবধানে হারলেও শ্রেফ উড়ে গেছে শ্রীলঙ্কা। মাঠে লঙ্কানদের পারফরমেন্স ছিলো যাচ্ছেতাই। প্রথমে ব্যাট করে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় তারা। পরে লঙ্কান বোলারদের উপর চড়াও হয়ে ১০৬ রানের লক্ষ্যটা মাত্র ৬১ বল খরচ করেই ছুঁয়ে ফেলে আফগানিস্তান।

ম্যাচ শেষে গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার পরের ম্যাচ নিয়ে শানাকা বলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। বাংলাদেশ দলে ফিজ (মুস্তাফিজ) খুব ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার। এছাড়া বাংলাদেশ দলে সেরকম আর কোনও বিশ্বমানের বোলার নেই। তাই আমি মনে করি, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে।’

তবে শানাকার এমন মন্তব্যের সঙ্গে তখন একমত হতে পারেননি শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নাওয়াজও।

পরে বাংলাদেশকে নিয়ে শানাকার এমন মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে বিস্ময় প্রকাশ করে রশিদ খান বলেন, ‘প্রতিপক্ষ দুর্বল না শক্তিশালী, এসব নিয়ে ভাবি না আমরা। ক্রিকেটে আপনি এটা বলতে পারবেন না। আর বাংলাদেশ কেমন দল তা আমরা জানি। যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে বাংলাদেশ।’

এদিকে, বাংলাদেশের বিপক্ষে নিজেদের ম্যাচ নিয়ে রশিদ খান বলেন, ‘ক্রিকেটার হিসেবে আপনি শুধুমাত্র ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন। আমরা ওভাবে ভাবি না। এদিন যদি হংকংয়ের বিপক্ষে খেলতাম, তাহলেও আমরা একই প্রস্তুতি নিতাম। ভারতের বিপক্ষে খেললেও আমরা একই প্রস্তুতি নিতাম। আপনি যদি প্রস্তুতির কথা বলেন, তাহলে দল এবং ক্রিকেটারের প্রস্তুতি সবসময় একই থাকবে।’

উল্লেখ্য, আজ মঙ্গলবার বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে রশিদ-নবিদের আফগানিস্তান। আফগানদের এটি দ্বিতীয় ম্যাচ হলেও বাংলাদেশের জন্য প্রথম ম্যাচ। 

শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। দেখা যাবে- বিটিভি, জিটিভি ও নাগরিক টিভিতে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি