ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কেমন হতে যাচ্ছে বাংলাদেশের একাদশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৭, ৩০ আগস্ট ২০২২

টিম বাংলাদেশ

টিম বাংলাদেশ

এশিয়া কাপ দিয়েই টি-টোয়েন্টিতে নতুন শুরু বা দিন বদলের মিশন শুরু হচ্ছে বাংলাদেশ দলের। নেতৃত্ব এবং কোচিংয়ে পরিবর্তন আনা হয়েছে এই ফরম্যাটে হারের বৃত্তে থেকে বের হতে। নতুন অভিযাত্রার শুরুতেই বড় পরীক্ষার মুখোমুখি সাকিবের দল।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার আফগানিস্তানের মুখোমুখি টাইগাররা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে ম্যাচটি। দলের প্রতি বড় প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের। তাই একাদশটা কেমন হচ্ছে- তা নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই।

টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম অবশ্য সোমবার সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছেন যে, একাদশ সম্পর্কে আগেই কিছু বলতে চান না। তবে খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন, কারা খেলছেন আজকের ম্যাচে।

দল সূত্রে জানা গেছে, ওপেনিংয়ে স্বীকৃত দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখকে পাঠানোর চিন্তা চূড়ান্ত। ব্যাটিং অর্ডার অনুযায়ী সাকিব তিনে, চারে আফিফকে নামানো হতে পারে। মিডল অর্ডারে পাঁচ ও ছয়ে খেলতে পারেন মুশফিক, মাহমুদউল্লাহ। অবশ্য মাহমুদউল্লাহর পজিশন পরিবর্তন হতে পারে।

একাদশে মোসাদ্দেক হোসাইন সৈকতের জায়গাও প্রায় নিশ্চিত। তিনি খেললে সাইড বেঞ্চে থাকতে হবে সাব্বির রহমানকে। সবকিছু ঠিক থাকলে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের প্রত্যাবর্তন হচ্ছে এই ম্যাচ দিয়েই। আর স্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদী হাসানের খেলা নিয়ে সংশয় নেই।

তাদের পর দুই পেসার হিসেবে মুস্তাফিজের সঙ্গে তাসকিনের খেলার সম্ভাবনা আছে। অবশ্য একাদশে যদি তিন পেসার রাখা হয়, তবেই থাকবেন তাসকিন। নয়তো স্পিন বিভাগ ভারী হতে পারে। সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন নাসুম আহমেদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
এনামুল হক বিজয়, নাঈম শেখ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসাইন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসাইন, শেখ মাহেদী হাসান, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদ/তাসকিন আহমেদ।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি