ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নওয়াজকে চারে পাঠানোর কারণ জানালেন বাবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ৫ সেপ্টেম্বর ২০২২

মাত্র ২০ বলে ৪২ বলের বিস্ফোরক ইনিংস খেলার পথে মোহাম্মদ নওয়াজ

মাত্র ২০ বলে ৪২ বলের বিস্ফোরক ইনিংস খেলার পথে মোহাম্মদ নওয়াজ

গ্রুপ পর্বে ভারতের কাছে ৫ উইকেটে হেরেছিল পাকিস্তান। রোববার সুপার ফোরে শ্বাসরুদ্ধকর ম্যাচে সেই হারের প্রতিশোধ নিয়েছে বাবর আজমের দল। এদিন তারা ৫ উইকেটে হারিয়ে দেয় ভারতকে।

ম্যাচে টস হারা ভারত আগে ব্যাট করে তুলেছিল ৭ উইকেটে ১৮১ রান। জবাব দিতে নেমে ৬৩ রানে বাবর আজম ও ফখর জামানকে হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর চার নম্বরে মোহাম্মদ নওয়াজকে পাঠিয়ে দেয় পাক ম্যানেজমেন্ট। 

বাঁহাতি এই ব্যাটারকে চারে পাঠানোর বাজিটা কাজে লেগেছে দারুণভাবেই। তৃতীয় উইকেটে রিজওয়ানের সঙ্গে নওয়াজ গড়েন ৭৩ রানের মহামূল্যবান জুটি।

এর মাঝে নিজেই উপহার দেন ২০ বলে ক্যারিয়ার সেরা ৪২ রানের এক বিস্ফোরক ইনিংস। যে ইনিংসে ছিল ৬টি চারের সঙ্গে ২টি ছয়ের মার। নওয়াজের ইনিংসটাই মূলত ম্যাচের টার্নিং পয়েন্ট। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তা স্বীকারও করেছেন বিরাট কোহলি।

এমন ব্যাটিংয়ের আগে বাঁহাতি স্পিনে বল হাতে গুরুত্বপূর্ণ ১টি উইকেটও নিয়েছিলেন নওয়াজ। সঙ্গত কারণেই ম্যাচসেরা হন তিনি। 

তবে ভারতের রান তাড়া করতে গিয়ে কেন সাত নম্বর থেকে নওয়াজকে ওপরে তুলে আনা হলো- সেই কারণ জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক।

ভারতের দুই লেগ স্পিনারকে (যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণোই) আক্রমণ করার জন্যই বাঁহাতি নওয়াজকে পাঠানো হয়। বাবর আজম বলেন, ‘আমি ভালো করতে পারিনি, তবে নওয়াজ ও রিজওয়ানের জুটি ছিল দুর্দান্ত। নওয়াজকে নামানোর কারণ, আমার মনে হচ্ছিল সে গিয়ে দ্রুত রান তুলতে পারবে। দুই লেগ স্পিনার বোলিং করছিল তখন। সে দারুণ খেলেছে।’

এদিকে, মেরে খেলার লাইসেন্স দিয়েই তাকে পাঠানো হয়েছিল উল্লেখ করে ম্যাচ শেষে নওয়াজ বলেন, ‘অধিনায়ক ও ম্যানেজমেন্ট কিছু ভেবেই আমাকে চারে পাঠিয়েছিল। আমি যখন যাই, ওভারপ্রতি ১০ রান করে লাগে। কাজেই কাজটা আমার জানা ছিল। আমার ভাবনা পরিষ্কার ছিল যে গিয়ে মারতে হবে। আমি সেই চেষ্টাই করেছি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজের জোনে বল পেলে মেরে দেব।’

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি