ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মাঠে বাজে আচরণ: শাস্তির মুখে আসিফ-ফরিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ৯ সেপ্টেম্বর ২০২২

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচ চলাকালীন দু’দলের দুই খেলোয়াড় ব্যাটার আসিফ আলি ও বোলার ফরিদ আহমেদ মাঠে বাজে আচরণ করেছেন। আর এ জন্য শাস্তির মুখে পড়েছেন দু’জনই। 

আইসিসি পাকিস্তান এবং আফগানিস্তানের ক্রিকেটার আসিফ আলি ও ফরিদ আহমেদকে শাস্তি দিয়েছে।

পাকিস্তানের ব্যাটার আসিফ আলিকে আউট করার পর আফগানিস্তানের বোলার ফরিদ আহমেদ মাঠের মধ্যে যে আচরণ দেখিয়েছেন এবং এর প্রতিক্রিয়ায় আসিফ যে আচরণ প্রদর্শন করেছেন- তাতে দু’জনেরই দোষ খুঁজে পেয়েছে আইসিসি। যার ফলে এ শাস্তি দেওয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইসিসি।

জানা গেছে, দুই ক্রিকেটারেরই ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেয়া হবে। একই সঙ্গে দু’জনের আচরণবিধিতে ১টি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। যদিও গত ২৪ মাসের মধ্যে এই দু’জনের নামে এ ধরনের আচরণের কোনো রেকর্ড তথা কোনো ডিমেরিট পয়েন্ট যোগ করা নেই। 

আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তির কথা ঘোষণা করেন। দুই অভিযুক্ত ক্রিকেটারই শাস্তির বিষয়টা মেনে নেয়ায় পরবর্তী কোনো শুনানির আর প্রয়োজন হয়নি।

ঘটনা ঘটেছিল, মঙ্গলবার রাতে পাকিস্তান এবং আফগানিস্তান সুপার ফোরের ম্যাচ চলাকালীন। ম্যাচের ১৯তম ওভারে ফরিদ আহমেদের বলে আউট হয়ে যান আসিফ আলি। এ সময় আনন্দের আতিশয্যে বোলার ফরিদ খুব বাজে আচরণ করেন এবং আসিফ আলিকে ধাক্কা দেন। এমন আচরণে ক্ষেপে যান আসিফ আলিও। তিনি ব্যাট দিয়ে ফরিদকে মারতে যান।

আইসিসি বলছে, ব্যাট দিয়ে মারতে উদ্ধ্যত হওয়াটা আইসিসির খেলোয়াড় আচরণ বিধির ২.৬ আর্টিকেলের লঙ্ঘণ। আর ফরিদ আহমেদের আচরণটা হয়েছে আইসিসির খেলোয়াড় আচরণবিধি ২.১.১২ এর লঙ্ঘণ। 

শাস্তির সঙ্গে দুই ক্রিকেটারকে সতর্কও করে দেয়া হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি