ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪

সাফে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ নারী দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ১০ সেপ্টেম্বর ২০২২

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে আত্মবিশ্বাসী সাবিনারা। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় এ ম্যাচেও জয় ছাড়া বিকল্প ভাবছে না লাল সবুজের প্রতিনিধিরা। 

নেপালের দাশরথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায়।

এবারের আসরে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে তারা। তবে এই জয়ে উচ্চাসে ভেসে যায়নি, কোনো বিশ্রাম না নিয়ে কঠোর অনুশীলন করেছে সাবিনা-মনিকারা। 

প্রথম ম্যাচে তিন পয়েন্ট পেলেও ব্যবধান বড় করতে পারেনি বাংলাদেশ। নষ্ট করেছে একাধিক সুযোগ। তবে এবার আর কোনো ভুল করতে চায় না তারা। পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে গোলাম রব্বানির শিষ্যরা।

পাকিস্তানের সঙ্গে এর আগে ২০১০ এসএ গেমসে একবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেবার ২-০ গোলে পাকিস্তানকে হারিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। অবশ্য ভুটানে ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে বয়সভিত্তিক সাফে বড় জয় পায় বাংলাদেশ। 

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ সাফে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দেন মারিয়া মান্দা, তহুরা খাতুনেরা। ওই দলে খেলা ৯ ফুটবলার এবার জাতীয় দলে খেলবেন কাঠমান্ডুতে। 

কোচ গোলাম রব্বানী বলেন, ‘ওই ম্যাচের পর আরও ৪ বছর পার হয়েছে। আমাদের মেয়েরা আরও পরিণত হয়েছে। আশা করি, সেটার প্রতিফলন আজ মাঠে দেখা যাবে।’

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি