ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

প্রোটিয়াদের উড়িয়ে স্টোকসদের দাপট অব্যাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ১২ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৮:২৬, ১২ সেপ্টেম্বর ২০২২

ইংল্যান্ডের জয়ের মঞ্চটা তৈরি হয়ে যায় রোববারই। ওভালে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে স্টোকসদের ১৩০ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। যে রান তাড়া করতে নেমে দুই ওপেনার জ্যাক ক্রাউলি ও অ্যালেক্স লিজ মিলেই চতুর্থ দিন তুলে ফেলেন ৯৭ রান। 

সোমবার (১২ সেপ্টেম্বর) শেষ দিনে বাকি কাজটুকু সারতে মাত্র ৫.৩ ওভার আর ২৫ মিনিট লেগেছে ইংলিশদের। যদিও হারাতে হয়ছে ১টি উইকেট। তবে ৯ উইকেটের জয়ে সিরিজ ২-১ ব্যবধানে নিশ্চিত করেছে বেন স্টোকস বাহিনী। 

সেইসঙ্গে অব্যাহত থাকলো ইংলিশদের স্টোকস-ম্যাককলাম যুগের দুর্দান্ত ফর্ম। সার টেস্টের মধ্যে এই জুটি জিতল ৬টিতেই।  

ক্রাউলি অপরাজিত ছিলেন ৬৯ রানে। আর তার সঙ্গে ওলি পোপ ক্রিজে ছিলেন ১১ রানে। লিজ রাবাদার বলে লেগ বিফোর হয়ে ফিরেছেন ৩৯ রানে। 

মূলত শোককে শক্তিতে পরিণত করেই মাঠে নেমেছিল ইংল্যান্ড। প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিনের খেলা বন্ধ থাকে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে। তারপর খেলা শুরু হলেও ঘোষণা আসে বাকি তিনদিনে খেলা শেষ করতে। ফল বের করতে এই টেস্টে খেলা হয়েছে মাত্র ১৫১.৩ ওভার। 

তৃতীয় দিনে তো আধিপত্য ছিল পেসারদেরই। পড়েছে ১৭টি উইকেট। প্রোটিয়াদের ১১৮ রানের জবাবে ইংল্যান্ডও প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৫৮ রানে। অথচ একটা সময় ইংল্যান্ড দুই উইকেটে তুলেছিল ৮৪ রান।

তারপর তো ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট শিকারে ইংলিশদের ধসিয়ে দেন মার্কো জানসেন। প্রোটিয়া এই পেসার ৩৫ রানে নিয়েছেন ৫ উইকেট। কাগিসো রাবাদাও ৮১ রানে নেন ৪টি।

এরপর বেন স্টোকস ও স্টুয়ার্ট ব্রডের গতিতে ১৬৯ রানে শেষ হয় প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস। অধিনায়ক স্টোকস ৩৯ রানে ৩টি উইকেট নেন। ব্রডও ৪৫ রানে নেন সমসংখ্যক উইকেট। দুটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও ওলি রবিনসন। তাতেই স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩০।

প্রথম ইনিংসে ৪৯ রানে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৪০ রানে দুটি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ওলি রবিনসন। আর ১৪৯ রান ও ১০ উইকেট নিয়ে সিরিজ সেরা হন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি