ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

এ শিরোপা দেশের সব মানুষের: সাবিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ২১ সেপ্টেম্বর ২০২২

ইতিহাস গড়ে সাফের শিরোপা জেতার পর দেশের মাটিতে পা রেখেছে বাংলারে অদম্য মেয়েরা। দেশে ফিরেই দেশের মানুষকে নিজেদের শিরোপা উৎসর্গ করেছেন সাবিনা-সানজিদারা।

বিমানবন্দরে সংবাদ সম্মেলনে অধিনায়ক সাবিনা খাতুন বলেন, “সাফের এই শিরোপা এদেশের সব মানুষের জন্য।”

তিনি ট্রফি উঁচিয়ে বলেন, “এই ট্রফি বাংলাদেশের ১৬ কোটি বলুন, ১৮ কোটি বলুন, সকল মানুষের।”

এ সময় বর্ণাঢ্য আয়োজনে তাদের বরণ করে নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাবিনা বলেন, “সকলকে ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “যদি চার-পাঁচ বছরের পরিশ্রম দেখেন তাহলে দেখবেন সেটার ফল এখন হাতে আছে।”

আয়োজন শেষে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে রওনা দিয়েছেন বাঘিনীরা। উচ্ছ্বাসে ফেটে পড়েছে সেখানে আসা অপেক্ষমাণ দর্শনার্থীরা। ‘জয় বাংলা’, ‘বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগান দিয়ে মেয়েদের বরণ করে নিচ্ছেন তারা।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি