ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সিপিএলে ব্যর্থ সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ২২ সেপ্টেম্বর ২০২২

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে নিজের প্রথম ম্যাচে ব্যাট-বল হাতে ভালো করতে পারেননি বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

বুধবার রাতে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে নেমে ব্যাট হাতে রানের খাতাই খুলতে পারেননি সাকিব। আর বল হাতে ৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। তারপরও জ্যামাইকা তালাওয়াশের বিপক্ষে ১২ রানের জয় পেয়েছে সাকিবের গায়ানা। আসরে ৭ ম্যাচে এটি দ্বিতীয় জয় গায়ানার।

নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে গায়ানা। শাই হোপ ও ওডেন স্মিথের ব্যাটিং নৈপুন্যে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রান করে গায়ানা। হোপ ৬০ ও স্মিথ ১৬ বলে ৪২ রান করেন। চার নম্বরে ব্যাট হাতে নেমে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট হন সাকিব।

জবাবে ব্রান্ডন কিংয়ের সেঞ্চুরিতেও ম্যাচ জিততে পারলো না জ্যামাইকা। ৬৬ বলে ১০৪ রান করেন কিং। তারপরও  ১ বল বাকী রেখেই ১৬৬ রানে গুটিয়ে যায় জ্যামাইকা।

বল হাতে প্রথম তিন ওভারে ২৮ রান দেন সাকিব। তবে নিজের শেষ ওভারে মাত্র ২ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। ফাবিয়ান অ্যালেনকে ১ রানে আউট করেন সাকিব।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি