আমিরাতকে ১৭০ লক্ষ্য দিল বাংলাদেশ
প্রকাশিত : ২১:৫৫, ২৭ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ২২:০৩, ২৭ সেপ্টেম্বর ২০২২
ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পথে মিরাজের একটি শট
সিরিজ নির্ধারণী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১৭০ রানের বড় লক্ষ্যই দিয়েছে সফরকারী বাংলাদেশ। মেহেদী মিরাজের ক্যারিয়ার সেরা ব্যাটিং এবং অন্যদের টি-টোয়েন্টি সুলভ মাঝারি মানের ইনিংসে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে টাইগাররা।
দুবাইতে মঙ্গলবার রাতে টস হেরে আগে ব্যাট করতে নেমে সাব্বির ও মিরাজের ব্যাটে ভালো সূচনা পায় বাংলাদেশ। তবে দলীয় ২৭ রানে সাব্বির ফিরলে ভাঙে ওপেনিং জুটি। আউট হওয়ার আগে একটি করে চার-ছয়ে ৯ বলে ১২ রান করেন ডানহাতি এই হার্ডহিটার।
এরপর লিটনকে নিয়ে দ্রুত ৪১ রানের জুটি গড়েন মিরাজ। যেখানে বেশি আগ্রাসী ছিলেন লিটন দাস। ২৫ রান করে অবশ্য পয়েন্টে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।
চারে নামা আফিফ এদিন বড় ইনিংস খেলতে না পারলেও উপহার দেন ১০ বলে ১৮ রানের কার্যকরী এক ইনিংস। আর দলীয় ১২২ রানের মাথায় আউট হন ওপেনিংয়ে নামা মিরাজ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ফিফটি ছোঁয়ার অপেক্ষায় ছিলেন। তবে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ৪ রানের আক্ষেপ নিয়ে ফেরেন এই অলরাউন্ডার। আউট হওয়ার আগে ক্যারিয়ার সেরা ৪৬ রান আসে মিরাজের ব্যাট থেকে।
এদিন টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করেন বাকি ব্যাটাররাও। মোসাদ্দেকের ২২ বলে ২৭, ইয়াসির আলীর ১৩ বলে ২১ এবং নুরুল হাসান সোহানের ১০ বলে ১৯ রানের ক্যামিওতে ভর করে বড় সংগ্রহই দাঁড় করায় টাইগাররা। শেষের দুজনেই থাকেন অপরাজিত।
আরব আমিরাতের পক্ষে এদিন ৩৩ রান দিয়ে ২টি উইকেট দখল করেন বাঁহাতি স্পিনার আইয়ান খান। এছাড়া সাবির আলী, আরিয়ান লাকরা ও কার্তিক মেইয়াপ্পান নেন একটি করে উইকেট।
বাংলাদেশের একাদশ:
মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসাইন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসাইন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসাইন।
আরব আমিরাত একাদশ:
মোহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, রিজওয়ান (অধিনায়ক), ভৃত্য অরবিন্দ, বাসিল হামিদ, সাবির আলী, কার্তিক মিয়াপ্পান, আরিয়ান লাকরা, জহুর খান, জাওয়ার ফরিদ ও আয়ান খান।
এনএস//