আবারও ব্যর্থ সাকিব, আশা ভঙ্গ গায়ানার
প্রকাশিত : ১৬:১০, ২৯ সেপ্টেম্বর ২০২২
সাকিব আল হাসান
প্রথম দুই ম্যাচে বল হাতে সফল হলেও ডাক মারেন ব্যাটে। পরের দুই ম্যাচেই ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে হন ম্যাচসেরা, দলও তলানি থেকে পৌঁছে যায় প্লে-অফে। তবে আবারও টানা দুই ম্যাচে সাকিব আল হাসান ব্যাটে-বলে ব্যর্থ হলে চলতি সিপিএলের ফাইনাল খেলার আশা ভঙ্গ হয়ে যায় গায়ানা আমাজন ওয়ারিয়র্সের।
বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে জ্যামাইকা তালাওয়াশের কাছে ৩৭ রানে হারে সাকিবের দল। এ ম্যাচে বল হাতে ৩ ওভারে ৩০ রানে উইকেটশূন্য থাকার পাশাপাশি ব্যাট হাতে মাত্র ৫ রান করেন সাকিব।
এর আগে প্রথম কোয়ালিফাইয়ারেও বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ব্যাটে-বলে সুবিধা করতে পারেননি সাকিব। বল হাতে ৩ ওভারে ২২ রানে ১ উইকেট নিলেও ব্যাট হাতে ২ বল স্থায়ী হওয়া সাকিব আউট হন মাত্র ১ রানেই।
এদিন নিজেদের মাঠে টস জিতে প্রথমে বোলিং করতে নামে গায়ানা। জ্যামাইকার দুই ওপেনার ব্রান্ডন কিং ৬ ও কেনার লুইসকে শূন্য হাতে ফিরিয়ে দেন স্বাগতিক পেসার রোমারিও শেফার্ড। তবে তিন নম্বরে ব্যাট হাতে ঝড় তোলেন শামারাহ ব্রুকস।
৫২ বলে অপরাজিত ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ক্যারিবীয় এই ব্যাটার। যে ইনিংসে চড়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ২২৬ রানের পাহাড়সহ স্কোর গড়ে জ্যামাইকা। ব্রুকস ৭টি চার ও ৮টি ছক্কা হাঁকান। দ্বিতীয় বোলার হিসেবে আক্রমণে এসে দলের জন্য কিছুই করতে পারেননি সাকিব।
এরপর ২২৭ রানের টার্গেটে লড়াই করার চেষ্টা করে ব্যর্থ হয় গায়ানা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেই থেমে যায় তারা। চার নম্বরে ব্যাট হাতে নেমে ৬ বল খেলে ৫ রানে আউট হন সাকিব।
এবারের সিপিএলে গায়ানার হয়ে সপ্তম ম্যাচ থেকে খেলা শুরু করেন সাকিব। নিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে গোল্ডন ডাক ও বল হাতে ৬৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন সাকিব। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসে পরের দুই ম্যাচেই সেরা খেলোয়াড় হন টাইগার অলরাউন্ডার।
যার একটিতে ২৫ বলে ৩৫ রান ও ৩ উইকেট এবং অন্যটিতে ৩৭ বলে ৫৩ রান ও ১ উইকেট নিয়েছিলেন তিনি। তবে এর পরের দুই ম্যাচেই সাকিব ব্যর্থ হলে তার দলও ছিটকে যায় ফাইনালের রেস থেকে। সেইসঙ্গে এর মধ্যদিয়েই শেষ হয়ে গেল সাকিবের এবারের সিপিএল যাত্রা।
এবারের সিপিএলে ছয় ম্যাচ খেলে সাকিব ব্যাট হাতে এক ফিফটিতে ১৫.৬৬ গড় ও ১৪৪.৬১ স্ট্রাইকরেটে মোট (০, ০, ৩৫, ৫৩, ১, ৫) ৯৪ রান করেন এবং বল হাতে ১৮.৩৭ গড়ে ও ৭.১৭ ইকোনমিতে উইকেট নিয়েছেন ৮টি।
আগামী ১ অক্টোবর শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বার্বাডোজ রয়্যালস ও জ্যামাইকা তালাওয়াশ। প্রভিডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়।
এনএস//