ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

থাইল্যান্ডকে ৮২ রানে আটকে দিল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ১ অক্টোবর ২০২২

নারী এশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নেমে থাইল্যান্ডকে ধসিয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। 

শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার মাঠে টস হেরে ফিল্ডিংয়ে নেমে থাইল্যান্ডকে মাত্র ৮২ রানেই গুটিয়ে দিয়েছে বাঘিনীরা। 

টস জিতে থাইল্যান্ড নেয় ব্যাট করার সিদ্ধান্ত নিলেও মোটেও ‘ভালো’ শুরু করতে দেননি বাংলাদেশের বোলাররা। 

থাইল্যান্ড অবশ্য শুরুটা করেছিল বেশ দেখে শুনে। তবে বাংলাদেশি বোলাররা একটু পরই চড়াও হন তাদের ওপর। পঞ্চম ওভারে প্রথম উইকেট খোয়ায় থাইরা। পাওয়ারপ্লের শেষ ওভারে আরও একটা। এরপর পান্নিতা মায়া ২২ বলে ২৬ রানের ইনিংস খেলে বাংলাদেশকে খানিকটা অস্বস্তিতেই রেখেছিলেন। 

তবে দলীয় ৫৪ রানে তিনি ফেরার পরই ভেঙে পড়ে থাইল্যান্ডের ইনিংস। ৩ ওভারের ব্যবধানে ৫৪-২ থেকে ৬১-৭ হয়ে যায় থাইদের স্কোরকার্ড। এরপরও যে থাইদের ইনিংসটা ২০ ওভার পর্যন্ত গিয়েছে, তার কৃতিত্বটা পুরো সরনারিন তিপোচ আর রোসেনান কানোহের। দুজনের ১১ ও ১০ রানের দুই ইনিংসে শেষমেশ স্কোরটা ৮২ পর্যন্ত নিয়ে যায় থাইল্যান্ড।

রুমানা আহমেদ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। ২টি করে উইকেট শিকার করেন নাহিদা, সানজিদা ও সোহেলী।

এএইচএস
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি