ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কোহলির আরেক রেকর্ডে ভাগ বসালেন বাবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ১ অক্টোবর ২০২২

বাবর আজম ও বিরাট কোহলি

বাবর আজম ও বিরাট কোহলি

আবারও বিরাট কোহলির রেকর্ডে ভাগ বসালেন বাবর আজম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ব্যাটার হিসেবে ৩ হাজার রান করা কোহলির রেকর্ড স্পর্শ করলেন পাকিস্তানি অধিনায়ক। 

শুক্রবার (৩০ সেপ্টম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের ষষ্ঠ ম্যাচে দল হারলেও নতুন এই মাইলফলকে পৌঁছতে সমস্যা হয়নি বাবর আজমের। 

ম্যাচটির আগে টি-টোয়েন্টিতে ৩ হাজার রানে পৌঁছাতে পাকিস্তান অধিনায়কের দরকার ছিল মাত্র ৫২ রান। রিচার্ড গ্লিসনকে লং-অনের উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে এই মাইলফলকে পৌঁছান পাকিস্তান ওপেনার।

মোট ৮৬টি টি-টোয়েন্টি ম্যাচের ৮১ ইনিংসে তিন হাজার রানের মাইলফলকে পৌঁছান বাবর। কোহলি গত বছর আহমেদাবাদে এই ইংল্যান্ডের বিপক্ষেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবরের সমান ৮১ ইনিংসেই।

শুক্রবার ইংলিশদের বিপক্ষে ম্যাচে ৫৯ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন বাবর। কিন্তু তার এই ইনিংস জেতাতে পারেনি পাকিস্তানকে। 

আগে ব্যাট করে বাবরের ওই ইনিংসে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান তোলে পাকিস্তান। বাবর ছাড়া পাকিস্তানের হয়ে এদিন ভালো রান করেন কেবল ইফতিখার আহমেদ। ২১ বলে ৩১ রান করেন তিনি। ইংল্যান্ডের স্যাম কারান ও ডেভিড উইলি ২টি করে উইকেট নেন। 

রান তাড়া করতে নেমে ৩৩ বল হাতে রেখেই মাত্র ২টি উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। এদিন বাবরের চেয়েও মারদাঙ্গা ইনিংস খেলেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। মাত্র ৪১ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন তিনি। রীতিমত কচুকাটা করে পাকিস্তানি বোলারদের।

যার ফলে সাত ম্যাচের সিরিজে এখন ৩-৩ সমতা। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচটি হবে রোববার (২ অক্টোবর) লাহোরেই।

এশিয়া কাপে একেবারেই কথা বলেনি বাবর আজমের ব্যাট। তবে ঘরের মাঠে চলমান সিরিজে বাবর আজমের ব্যাট থেকে বেশ ভালোই রান এসেছে। একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিসহ ছয় ম্যাচে তার সংগ্রহ ২৫০ রান।

 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি