বেনজেমার হতাশার রাতে শীর্ষে ওঠা হলো না রিয়ালের
প্রকাশিত : ০৮:৩৬, ৩ অক্টোবর ২০২২
চোট কাটিয়ে ফেরার রাতে নায়ক হওয়ার সুযোগ পেয়েও উল্টো ভিলেন হয়ে গেলেন করিম বেনজেমা। পেনাল্টি মিসের হতাশা সঙ্গী হলো ফরাসি ফরোয়ার্ডের। যার ফলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফেরার সুযোগ হারাল কার্লো আনচেলত্তির দল।
রোববার রাতে সান্তিয়াগো বার্নাবুতে অনুষ্ঠিত লিগ ম্যাচটিতে শেষ দিকে একজন কম নিয়ে খেলেও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ওসাসুনা।
এ নিয়ে চলতি আসরে টানা ছয় জয়ের পর প্রথমবার পয়েন্ট হারাল গতবারের চ্যাম্পিয়নরা। আর সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে প্রথম ৯ ম্যাচ জয়ের পর জিততে ব্যর্থ হলো আনচেলত্তির দল।
আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমল বেশ। ভিনিসিয়াস জুনিয়রের চমৎকার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। আর বিরতির পরপরই ম্যাচে ফেরে ওসাসুনা।
ম্যাচের ৪২তম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে ওসাসুনার বক্সে ক্রস দেন ভিনিসিয়াস। বেনজেমা তখন ছিলেন অফসাইড পজিশনে, তবে বল স্পর্শের কোনো চেষ্টা করেননি তিনি। এক ড্রপ খেয়ে বল সরাসরি আশ্রয় নেয় জালে! চলতি মৌসুমে লিগে সাত ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটি পঞ্চম গোল।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে কিকে গার্সিয়ার দারুণ গোলে সমতায় ফেরে ওসাসুনা। উনাই গার্সিয়ার ক্রসে ডি-বক্সে লাফিয়ে স্প্যানিশ ফরোয়ার্ডের হেডে বল দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে জালে জড়ায়। লাফিয়ে নাগাল পাননি থিবো কোর্তোয়ার চোটে সুযোগ পাওয়া গোলরক্ষক আন্দ্রি লুনিন।
পরক্ষণেই অবশ্য এগিয়ে যাওয়ারও সুযোগ পায় সফরকারীরা। তবে এবার কিকে গার্সিয়ার শটটি পোস্টের বাইরে দিয়ে যায়।
৫৩তম মিনিটে জোড়া পরিবর্তন এনেও গোলের দেখা পাননি রিয়াল কোচ আনচেলত্তি। ৭৯তম মিনিটে বেনজেমার পেনাল্টি মিসের ওই হতাশাই মূলত ডুবিয়েছে স্বাগতিকদের। তার শটটি গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে। বেনজেমা নিজেই ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। আর ওসাসুনার ডিফেন্ডার দাভিদ গার্সিয়া দেখেন লাল কার্ড।
দুই মিনিট পর বেনজেমা জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। বাকি সময়ে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখলেও কাঙ্ক্ষিত গোল আর পায়নি রিয়াল।
৭ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়েই থাকল রিয়াল। সমান ম্যাচে রিয়ালের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে বার্সেলোনা। আর ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাতলেটিক বিলবাও।
এনএস//